Manipur Unrest

মণিপুরে ‘অপারেশন সঙ্কট’ অসম রাইফেলসের, তল্লাশি অভিযানে তিন ডেরা থেকে ধৃত ১০ জঙ্গি

সেপ্টেম্বর মাসে দিল্লিতে দুই কুকি জঙ্গিগোষ্ঠী ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপল্‌স ফ্রন্ট-এর প্রতিনিধিদের সঙ্গে এক বছরের জন্য সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১২:২৭
Share:

মণিপুরে কেন্দ্রীয় বাহিনী। —ফাইল চিত্র।

পোশাকি নাম ‘অপারেশন সঙ্কট’। আদতে পুলিশকে সঙ্গী করে জঙ্গিদের সন্ধানে মণিপুর জুড়ে বুধবার থেকে শুরু হওয়া অসম রাইফেলসের তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীর তরফে শনিবার জানানো হয়েছে, টানা তিন দিনের সেই তল্লাশি অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০ জঙ্গিকে। ধৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ কুকি জঙ্গিগোষ্ঠী ‘ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি’ (ইউকেএনএ)-র প্রথমসারির কমান্ডার এসএস লেফটেন্যান্ট জামখোগিন গুইতে লুফো ওরফে পেপসি।

Advertisement

চুড়াচান্দপুর জেলার জঙ্গলে গত বুধবার রাতে অভিযানের সময় পেপসি-সহ ছ’জন জঙ্গিকে পাকড়াও করা হয় বলে জানিয়েছে অসম রাইফেলস। অন্য দিকে, বৃহস্পতি ও শুক্রবার পশ্চিম ইম্ফল এবং থৌবল জেলায় ইউকেএনএ-র দু’টি পৃথক ডেরা থেকে গ্রেফতার করা হয়ে‌ছে চার জঙ্গিকে। ধৃত পেপসির বিরুদ্ধে ২০২৪ সালের জানুয়ারিতে বিষ্ণুপুর জেলায় এক বাবা ও ছেলে-সহ মেইতেই জনগোষ্ঠীর চার জনকে এক সঙ্গে খুন করার অভিযোগ রয়েছে বলে মণিপুর পুলিশ সূত্রের খবর।

সেপ্টেম্বর মাসে দিল্লিতে দুই কুকি জঙ্গিগোষ্ঠী ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপল্‌স ফ্রন্ট-এর প্রতিনিধিদের সঙ্গে এক বছরের জন্য সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রের আহ্বানে সাড়া না দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল ইউকেএনএ-সহ কয়েকটি কুকি জঙ্গিগোষ্ঠী। বিরোধিতা এসেছিল কয়েকটি মেইতেই সশস্ত্র গোষ্ঠীর তরফেও। এর পরেই শান্তিচুক্তিতে অংশ না নেওয়া সংগঠনগুলির বিরুদ্ধে তৎপরতা শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement