NSC Commando

২৬/১১ সন্ত্রাসের মোকাবিলা করেছিলেন এই ব্ল্যাক ক্যাট কমান্ডো, মাদক পাচারের দায়ে গ্রেফতার হলেন রাজস্থানে!

রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন শাখা এবং মাদকবিরোধী টাস্ক ফোর্সের যৌথ অভিযানে ২০০ কেজি গাঁজা-সহ ধরা পড়েছেন প্রাক্তন এনএসজি কমান্ডো বজরং সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৪:৫৮
Share:

অবসরপ্রাপ্ত এনএসজি কমান্ডো বজরং সিংহ। —ফাইল চিত্র।

মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার সময় হামলাকারী লশকর-এ-ত্যায়বার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়েছিলেন তিনি। অবসরপ্রাপ্ত সেই এনএসজি কমান্ডো বজরং সিংহকে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হল! গাঁজা পাচারের সময় রাজস্থানের চুরুতে বমাল ধৃত বজরংই মাদকচক্রের ‘মূল চাঁই’ বলে দাবি পুলিশের।

Advertisement

রাজস্থান পুলিশের আইজি বিকাশ কুমার জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তেলঙ্গানা এবং ওড়িশা থেকে গাঁজা পাচারের কাজে যুক্ত থাকা বজরং পুলিশের নজরে ছিলেন। তাঁর নামে ২৫ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি মাদক চোরাচালান চক্রকে নির্মূল করতে ‘অপারেশন গাঁজানে’ শুরু করেছে রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) এবং মাদকবিরোধী টাস্ক ফোর্স (এএনটিএফ)। তাদের যৌথ অভিযানে ২০০ কেজি গাঁজা-সহ গ্রেফতার করা হয়েছে বজরংকে।

আদতে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান বজরং যোগ্যতার ভিত্তিতে এনএসজি কমান্ডো বাহিনীর (যারা ‘ব্ল্যাক ক্যাট’ নামে পরিচিত) প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছিলেন। সীমান্তরক্ষা, সন্ত্রাসদমন অভিযানের পাশাপাশি মাওবাদী জঙ্গিদের বিরুদ্ধে অভিযানেও যোগ দিয়েছিলেন বিএসএফের ওই কনস্টেবল। স্থানীয় সূত্রের খবর, রাজস্থানের সীকর জেলার বাসিন্দা বজরং ২০২১ সালে গ্রামে ফিরে এসে প্রথমে রাজনীতিতে যোগ দেন। স্ত্রীকে পঞ্চায়েত ভোটে প্রার্থীও করেছিলেন। পরে মাদকচক্রের সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে ওঠে। বিএসএফের হয়ে বিভিন্ন রাজ্যে কাজ করার সুবাদে পুরনো ‘পরিচয়ের’ সদ্ব্যবহার করে গাঁজার ব্যবসা শুরু করেন। ২০২৩ সালে গাঁজা পাচারের অভিযোগে তেলঙ্গানার হায়দরাবাদে গ্রেফতার করা হয়েছিল বজরংকে। কিন্তু কিছু দিন পরে জামিনে মুক্তি পেয়ে যান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement