—প্রতিনিধিত্বমূলক ছবি।
পাক সেনার ধারাবাহিক অভিযানের মধ্যেই প্রত্যাঘাত করলেন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর বিদ্রোহীরা। আফগানিস্তান সীমান্তলাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার রাতে পুলিশের টহলদার গাড়ি নিশানা করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। হামলায় চার পুলিশকর্মী-সহ ন’জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। আহত হয়েছেন চার জন।
তবে প্রাথমিক সরকারি ভাবে ন’জনের গুরুতর আহত হওয়ার খবর জানানো হলেও মৃতের সংখ্যা সম্পর্কে প্রাদেশিক পুলিশ বা পাক সেনা কোনও তথ্য দেয়নি। পেশোয়ারের পুলিশ প্রধান মিয়াঁ সঈদ পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে জানিয়েছেন, টহলদারি দলকে নিশানা করে আইইডি (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটিয়েছেন সন্দেহভাজন টিটিপি বিদ্রোহীরা। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে টিটিপি এবং আর এক বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পাক ফৌজ। তাদের দাবি, ইতিমধ্যেই দুই সংগঠনের শতাধিক নেতা-কর্মী নিহত হয়েছেন।
পাক সরকার এবং সেনা খাইবার পাখতুনখোয়ায় সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-কে ‘ফিতনা আল খোয়ারিজ়’ এবং বালোচ বিদ্রোহীদের ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে চিহ্নিত করে। তাদের অভিযোগ, আফগান তালিবানের একাংশ এবং ভারতের মদত পাচ্ছে ওই দুই জঙ্গিগোষ্ঠী। ২০২২ সালের সেপ্টেম্বরে টিটিপি গোষ্ঠীর সঙ্গে পাক সরকারের শান্তিবৈঠক ভেস্তে গিয়েছিল। তার পর থেকেই ধারাবাহিক ভাবে অশান্ত হচ্ছে খাইবার পাখতুনখোয়া। গত বছরের ডিসেম্বরে তালিবানশাসিত আফগানিস্তানের মাটিতে জঙ্গিদের ডেরায় পাক বিমানহানার কথা জানিয়েছিল ইসলামাবাদ। যদিও কাবুল পাল্টা অভিযোগ করেছিল, জঙ্গিরা নয়, সাধারণ গ্রামবাসীরা পাক বিমানহানার শিকার হয়েছেন।