Jammu and Kashmir Security Forces

জইশ জঙ্গিরা ঢুকে পড়েছে কাশ্মীরে? রাত থেকে চিরুনিতল্লাশি চালাচ্ছে সেনা, কিশ্তওয়ারে বন্ধ ইন্টারনেট

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই কিশ্তওয়ারে পৌঁছে যায় ভারতীয় সেনা এবং নিরাপত্তারক্ষীদের যৌথ বাহিনী। জঙ্গিদের খোঁজে গ্রামে গ্রামে চিরুনিতল্লাশি চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১২:০৪
Share:

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর নজরদারি চলছে। —ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। কিশ্তওয়ারের বিস্তীর্ণ অংশে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা পর্যন্ত ওই সমস্ত এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে। এলাকায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সদস্যেরা ঢুকে পড়েছে বলে অনুমান গোয়েন্দাদের। তাদের ঠেকাতেই এই বন্দোবস্ত।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই কিশ্তওয়ারে পৌঁছে যায় ভারতীয় সেনা এবং নিরাপত্তারক্ষীদের যৌথ বাহিনী। জঙ্গিদের খোঁজে গ্রামে গ্রামে চিরুনিতল্লাশি চলছে। জঙ্গিরা যাতে নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে, তা নিশ্চিত করতে রাতেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বারামুলার সিংহপোরা, কিশ্তওয়ারের ছত্রু এবং চিঙ্গম এলাকায় ইন্টারনেট বন্ধ রয়েছে। ২জি, ৩জি, ৪জি বা ৫জি কোনও পরিষেবাই শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পাওয়া যাবে না। পুলিশ জানিয়েছে, এই সমস্ত এলাকার ছ’কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত ইন্টারনেট মিলবে না। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোয়েন্দাদের অনুমান, ছত্রু এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে আছে। পাকিস্তান থেকে নিরাপত্তার ফাঁক গলে তারা ভারতে ঢুকে পড়েছে। চল্লাশি চলছে ছত্রুর নইদগাম, আরিগাম দ্বাথর এলাকায়। তবে এখনও পর্যন্ত কাউকে ধরা যায়নি।

Advertisement

গত সপ্তাহে কাশ্মীরের কাঠুয়াতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক পাকিস্তানি জঙ্গির। তার সঙ্গেও জইশ গোষ্ঠীর যোগাযোগ ছিল বলে অনুমান গোয়েন্দাদের। গত শুক্রবারের ওই ঘটনার এক সপ্তাহের মাথায় ফের কিশ্তওয়ারে জইশ গতিবিধির খবর মিলেছে। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে এই পাকিস্তানি গোষ্ঠী সক্রিয় হতে চাইছে বলে অনুমান গোয়েন্দাদের। অঙ্কুরেই তা বিনাশ করতে উদ্যোগী হয়েছে নিরাপত্তাবাহিনী। তবে ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। জঙ্গিরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement