প্রণবকে পেলে বিরোধী সমর্থন

বিরোধী নেতারা বৈঠকে এক সুরে জানিয়েছেন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের বিষয়ে শাসক দলেরই ঐকমত্য গড়ে তোলার জন্য পদক্ষেপ করা উচিত।

Advertisement

অগ্নি রায় ও দিগন্ত বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২৭ মে ২০১৭ ০৩:৪১
Share:

নরেন্দ্র মোদী যদি প্রণব মুখোপাধ্যায়ের নাম পরবর্তী রাষ্ট্রপতি পদের জন্য প্রস্তাব করেন, তা হলে বিরোধীরা একজোট হয়ে তাঁকে সমর্থন করবেন। কিন্তু প্রণববাবু ছাড়া শাসক দল অন্য কাউকে প্রার্থী করলে, নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে ভোটাভুটিতে যাবে বিরোধী দলগুলি। সনিয়া গাঁধীর ডাকা ১৭টি বিরোধী দলের বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

বিরোধী নেতারা বৈঠকে এক সুরে জানিয়েছেন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের বিষয়ে শাসক দলেরই ঐকমত্য গড়ে তোলার জন্য পদক্ষেপ করা উচিত। কিন্তু এখনও সরকার কোনও নাম জানায়নি। ফলে অপেক্ষা করা হবে। পাশাপাশি, সরকার কোনও প্রার্থীর নাম প্রস্তাব করলে তাঁর গ্রহণযোগ্যতার সংজ্ঞাও আজ জানিয়ে দিয়েছে বিরোধী শিবির। তা হল প্রার্থীকে ‘সংবিধান-বিশেষজ্ঞ’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ হতে হবে।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ‘সর্বসম্মতির’ ক্ষেত্রটি গোড়া থেকেই প্রস্তুত করে দিয়েছিলেন। গত সপ্তাহে তিনি দিল্লি এসে সনিয়ার সঙ্গে বৈঠক করে এই সূত্রই দিয়েছিলেন। আজ বৈঠক থেকে বেরিয়ে মমতা বলেন, ‘‘শাসক দল কাকে প্রার্থী হিসেবে ভাবছে সেটা আগে জানাক। সেই প্রার্থী যদি ধর্মনিরপেক্ষ হন এবং সংবিধান সম্পর্কে তাঁর পারদর্শিতা থাকে, তা হলে ভাল। আমরা সমর্থন করব। নয়তো বিরোধীরা সর্বসম্মতির ভিত্তিতে নিজেদের প্রার্থী দেবে।’’ বিজেপি সভাপতি অমিত শাহ আজও বলেছেন, ‘‘উপযুক্ত সময়ে আমরা বিরোধীদের সঙ্গে কথা বলব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement