Firecrackers Blast in Kerala

ফুটবল ম্যাচ শুরুর আগে বাজি বিস্ফোরণ কেরলের মাঠে! জখম অন্তত ৩০ জন দর্শক, শোরগোল

পুলিশ জানিয়েছে, ফুটবল ম্যাচ শুরুর ঠিক আগে বাজি ফাটিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল। তখনই বিপত্তি ঘটে। পর পর বাজি ফেটে অগ্নিকাণ্ড ঘটে। দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৪
Share:

বাজি ফেটে দুর্ঘটনা কেরলের মালাপ্পুরমে। ছবি: পিটিআই।

ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রচুর বাজি আনা হয়েছিল। ম্যাচ শুরুর আগে সেই বাজি ফেটে দুর্ঘটনায় জখম হলেন অন্তত ৩০ জন দর্শক। সোমবার ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরমে। মঙ্গলবার পুলিশ সূত্রে এই খবর প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ফুটবল ম্যাচ শুরুর ঠিক আগে বাজি ফাটিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। তখনই বিপত্তি ঘটে। পর পর বাজি ফেটে অগ্নিকাণ্ড হয়। দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বাজি ফেটে এবং পদপিষ্ট হয়ে বেশ কয়েক জন জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করা হয়েছিল। অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ৩০ জনের জখম হওয়ার খবর মিলেছে। প্রাথমিক চিকিৎসার পরে সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।

এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ফুটবল মাঠে বাজি ফেটে একটি দুর্ঘটনা হয়েছে। বাজি ফেটে ছিটকে দর্শকদের বসার জায়গায় পড়েছিল। তাতে বেশ কয়েক জন আহত হয়েছেন। তবে কেউই গুরুতর জখম হননি।’’

Advertisement

ফুটবল ম্যাচের আগে দুর্ঘটনা। পাঠানো হয় অ্যাম্বুল্যান্স। ছবি: পিটিআই।

জানা গিয়েছে, ইউনাইটেড এফসি নিল্লিকুঠ এবং কেএমজি মাভুর নামে দুটি ফুটবল টিম খেলতে নেমেছিল মালাপ্পুরমের একটি মাঠে। কিন্তু খেলা শুরুর আগেই বিপত্তি ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement