কালো টাকা মামলায় স্বস্তি চিদম্বরমের

চিদম্বরম, তাঁর স্ত্রী নলিনী ও ছেলে কার্তির বিরুদ্ধে কালো টাকা আইনে মামলা করে আয়কর দফতর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ০২:৪০
Share:

ছবি: পিটিআই।

পি চিদম্বরম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কালো টাকা আইনের মামলা খারিজের নির্দেশ স্থগিত রাখতে রাজি হল না সুপ্রিম কোর্ট। ফলে এই মামলায় আপাতত স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যেরা। তবে এই মামলায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আয়কর দফতরের আপিল শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

চিদম্বরম, তাঁর স্ত্রী নলিনী ও ছেলে কার্তির বিরুদ্ধে কালো টাকা আইনে মামলা করে আয়কর দফতর। তাদের অভিযোগ, ব্রিটেনের কেমব্রিজে ৫.৩৭ কোটি টাকার একটি সম্পত্তি, সেখানকার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আমেরিকার একটি সংস্থায় লগ্নির কথা আয়কর রিটার্নে জানাননি চিদম্বরমেরা। ভারতের একটি সংস্থাতে কার্তির মালিকানার কথাও জানানো হয়নি বলে অভিযোগ আয়করের। তাদের মতে, এই পদক্ষেপ কালো টাকা আইন ও কর আইন ভাঙার সামিল। কার্তি লোকসভা ভোটে তামিলনাড়ুর শিবগঙ্গা আসনে প্রার্থীও।

সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট এই মামলা খারিজ করে দিয়েছে। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে আয়কর দফতর। আজ শীর্ষ কোর্টে আয়করের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই নির্দেশ স্থগিত না রাখলে এই আইনে অন্য অভিযুক্তেরা বিচার এড়াতে এই নির্দেশকে ব্যবহার করবে। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ মামলার এই পর্যায়ে অভিযুক্তদের বক্তব্য না শুনে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। বেঞ্চ জানিয়েছে, এই নির্দেশ অন্য মামলায় ব্যবহার করার সুযোগ নেই। কারণ, বিষয়টি নিয়ে যে সুপ্রিম কোর্টে শুনানি চলছে তা মাদ্রাজ হাইকোর্ট জানে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন