পি চিদম্বরম। —ফাইল চিত্র।
বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। প্রকারান্তরে বিজেপির ‘সংঘবদ্ধতার’ প্রশংসা করেছেন তিনি।
বৃহস্পতিবার দিল্লিতে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিদম্বরম। সেখানেই তিনি বলেন, “ভবিষ্যৎ খুব একটা ভাল নয়।” তার পরেই সদ্য প্রকাশিত বইয়ের লেখকের দিকে ইঙ্গিত করে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, “তাঁর হয়তো মনে হয়, ‘ইন্ডিয়া’ এখনও একজোট রয়েছে। কিন্তু আমি এই বিষয়ে নিশ্চিত নই।” বিরোধী জোটকে বাঁচানোর জন্য এখনও সময় রয়েছে বলেও জানান চিদম্বরম।
বিজেপি সম্পর্কে চিদম্বরম বলেন, “আমি আমার অভিজ্ঞতা কিংবা ইতিহাস পড়ার ভিত্তিতে বলতে পারি, বিজেপির মতো আর কোনও রাজনৈতিক দল এত দুর্দান্ত ভাবে সঙ্ঘবদ্ধ নয়।” প্রশাসনের প্রতিটি স্তরে বিজেপির নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন এই প্রবীণ কংগ্রেস নেতা।
২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল চিদম্বরমকে। তিনি বলেন, “হয় তারা (বিরোধী জোট) বিজেপিকে শক্তিশালী করবে, নয়তো পূর্ণমাত্রার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে।” বিজেপির সঙ্ঘবদ্ধতার প্রশংসা করায় চিদম্বরমকে নিশানা করেছে পদ্মশিবির। বিজেপি নেতা অমিত মালবীয় বলেন, “বিজেপি সম্পর্কে বলতে গিয়ে তিন মিনিটের ভাষণে চিদম্বরম ছ’বার দুর্দান্ত শব্দটি বলেছেন। আসলে সাফল্যের সঙ্গে হারতে হারতে কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে।”