Pak National Died

পহেলগাঁও কাণ্ড: ভারত ছেড়ে যাওয়ার সময় অমৃতসরে মৃত্যু পাক নাগরিকের, শেষ হয়েছিল ভিসার মেয়াদও

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আব্দুল ওয়াহিদ (৬৯)। ভারতে ১৭ বছর ধরে ছিলেন। কিন্তু পুলিশের একটি সূত্র বলছে, ভিসার মেয়াদ শষ হয়ে যাওয়ার পরেও ভারতে থাকছিলেন আব্দুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৩:০৪
Share:

পাকিস্তানে যাওয়ার পথে পাক নাগরিকের মৃত্যু। প্রতীকী ছবি।

পহেলগাঁওয়ে হামলার পর সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের পরই রাজ্যগুলি পাক নাগরিকদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরত পাঠানোর পক্রিয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ১৩৯ জন পাক নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। ভারত ছেড়ে যাওয়ার পথে অমৃতসরে মৃত্যু হল এক পাক নাগরিকের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আব্দুল ওয়াহিদ (৬৯)। ভারতে ১৭ বছর ধরে ছিলেন। কিন্তু পুলিশের একটি সূত্র বলছে, ভিসার মেয়াদ শষ হয়ে যাওয়ার পরেও ভারতে থাকছিলেন আব্দুল। অটারী হয়ে তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানোর কথা ছিল। সেইমতো আব্দুল রওনা দেন। কিন্তু অমৃতসরের কাছে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আব্দুলের।

প্রসঙ্গত, পাকিস্তান থেকে যাঁরা বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছেন, তাঁদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ‘সার্ক’ ভিসাও। বেঁধে দেওয়া হয়েছে সময়ও। পাকিস্তানিদের স্বল্পমেয়াদি ভিসা (১২ ধরনের) বাতিল করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, ‘সার্ক’ ভিসার মেয়াদ শেষ ২৬ এপ্রিল। অর্থাৎ শনিবারই তাঁদের ভারত ছাড়ার শেষ দিন ছিল। মেডিক্যাল ভিসা বাদে প্রায় সব পাকিস্তানি ভিসার মেয়াদই শেষ হয়েছে রবিবার, অর্থাৎ ২৭ এপ্রিল। মেডিক্যাল ভিসার মেয়াদের শেষ তারিখ ছিল ২৯ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। তবে এই তালিকা থেকে বাদ থাকছে দীর্ঘমেয়াদি ও কূটনৈতিক ভিসা!

Advertisement


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement