ফাইল চিত্র। পিটিআই।
সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘনের মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে পাক রেঞ্জার্স। শুক্রবার ভোরের আলো ফুটতেই জম্মু-কাশ্মীরের নওশেরা, সুন্দরবাণী এবং পাল্লানওয়ালাতে ব্যাপক মাত্রায় গুলিবর্ষণ শুরু করে পাক সেনারা। বিএসএফ-ও পাল্টা জবাব দেয়।গত ১২ ঘণ্টায় এই নিয়ে ছয় বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক রেঞ্জার্স। বিএসএফ সূত্রে খবর, আর এস পুরা সেক্টরে দু’পক্ষের গুলি বিনিময়ে পাকিস্তানের ৭-৮ জন নিহত হয়েছেন। পাক সেনাদের বেশ কয়েকটি সেনাচৌকি গুঁড়িয়ে দিয়েছে বলে বিএসএফ জানিয়েছে।
অন্য দিকে, জম্মুর কাঠুয়াতে পাক সেনার গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে সেনা সূত্রে খবর।
নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনার বার বার সংঘর্ষবিরতি লঙ্ঘনের জন্য চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলিতে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রসঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর প্রধানের সঙ্গে এক প্রস্থ বৈঠক করেন। পাক সেনার হামলার সমুচিত জবাব দেওয়ারও নির্দেশ দেন তিনি।
উরি হামলা এবং তার পরবর্তী ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর সীমান্তে মাঝেমধ্যেই হামলা চালাচ্ছে পাকিস্তান। দিন দু’য়েক আগে আর এস পুরা সেক্টরে পাক রেঞ্জার্সদের ছোড়া মর্টারে এক বিএসএফ জওয়ান নিহত হন। গত পাঁচ দিনে পাক হামলায় এই নিয়ে তিন বিএসএফ জওয়ান নিহত হলেন।
আরও খবর...