India-Pakistan tensions

পাকিস্তান সরকার সব বিমানবন্দর খুলে দিল, তবে আপাতত উড়ান বন্ধ রাখছে কিছু বিদেশি সংস্থা

পাকিস্তানের বিমানবন্দর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখপাত্র সাইফুল্লাহ খান শুক্রবার সকালে বলেছেন, ‘‘দেশের সমস্ত বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৫:১৫
Share:

আবার খুলল পাক বিমানবন্দর। ছবি: সংগৃহীত।

সংঘাতের আবহেই পাকিস্তানের সব ক’টি বিমানবন্দর আবার চালু করে দিল সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার। ভারত ছাড়া অন্য দেশগুলির অসামরিক উড়ানের জন্য খুলে দেওয়া হয়েছে পাক আকাশসীমাও। শুক্রবার পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এ কথা জানিয়েছে।

Advertisement

পাকিস্তানের বিমানবন্দর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখপাত্র সাইফুল্লাহ খান শুক্রবার সকালে বলেছেন, ‘‘দেশের সমস্ত বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে।’’ পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিনের মাথায়, গত ৬ মে গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পঞ্জাব প্রদেশের ন’টি জঙ্গি ডেরায় হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। তার পোশাকি নাম ‘অপারেশন সিঁদুর’। তার পরেই সব দেশের জন্য তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করেছিল পাকিস্তান।

এরই পাশাপাশি বন্ধ করা হয়েছিল লাহৌর, করাচি, সিয়ালকোট, মুলতান, পেশোয়ার-সহ একাধিক বিমানবন্দর। পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য ওই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছিল শাহবাজ সরকার। সেই মেয়াদ শেষের আগেই উঠে গেল নিষেধাজ্ঞা। তবে কাতার এয়ারলাইন্‌স-সহ একাধিক বিদেশি বিমান সংস্থা জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত তারা পাকিস্তানের সব বিমানবন্দরে উড়ান এবং অবতরণ বন্ধ রাখবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement