কুলভূষণের কাছে মা ও স্ত্রী বড়দিনে 

গত ১০ নভেম্বর পাক সরকার কুলভূষণের সঙ্গে তাঁর স্ত্রীকে দেখা করার অনুমতি দিয়েছিল। কিন্তু ভারতের তরফে বারবার আর্জি জানানো হচ্ছিল, মাকেও যেন দেখা করতে দেওয়া হয়।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ ও নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ০৩:২৬
Share:

অবশেষে কূটনৈতিক সাফল্য পেল ভারত। মাসখানেক আগে শুধু স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি মিলেছিল। এ বারে পাকিস্তানে বন্দি ভারতীয় ব্যবসায়ী তথা প্রাক্তন নৌসেনাকর্মী কুলভূষণ সুধীর যাদবের সঙ্গে মাকেও দেখা করার অনুমতি দিল পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল আজ সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন। আগামী ২৫ ডিসেম্বর ধার্য হয়েছে দিন। কুলভূষণের পরিবারের সঙ্গে ওই দিন ভারতীয় কনস্যুলেটের এক কর্মীও থাকবেন।

Advertisement

গত ১০ নভেম্বর পাক সরকার কুলভূষণের সঙ্গে তাঁর স্ত্রীকে দেখা করার অনুমতি দিয়েছিল। কিন্তু ভারতের তরফে বারবার আর্জি জানানো হচ্ছিল, মাকেও যেন দেখা করতে দেওয়া হয়। সেই আর্জিই আজ মেনে নিয়েছে ইসলামাবাদ। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এ নিয়ে টুইট করার পাশাপাশি খবরটা কুলভূষণের মা অবন্তিকাকে জানিয়েছেন নিজেই।

ভারতের দাবি ছিল, পাকিস্তানে কুলভূষণের পরিবারকে যেন কোনও রকম হেনস্থা বা জেরার মুখে পড়তে না হয়। তাঁদের সুরক্ষার পুরো দায়িত্ব নিতে হবে পাক সরকারকে। সেই দাবিও মেনে নিয়েছে ইসলামাবাদ।

Advertisement

কুলভূষণ গত বছর মার্চে বালুচিস্তানে বন্দি হয়েছেন, এ কথা জানার পর থেকেই ছেলের সঙ্গে দেখা করার জন্য পাক সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছেন কুলভূষণের মা। প্রায় দেড় বছর ধরে তাতে আমলই দেয়নি পাক সরকার। ভারতীয় কনস্যুলেটের কোনও সদস্যের সঙ্গেও কুলভূষণকে দেখা করতে দেয়নি তারা।

হঠাৎ তবে কেন এই বদল?

কূটনীতিকরা বলছেন, সময়টাই অর্থবহ। কুলভূষণের মুক্তির বিষয়টি আন্তর্জাতিক আদালতের বিচারাধীন। গত মে মাসে ওই আদালত জানিয়েছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত কূলভূষণের ফাঁসি কার্যকর করা যাবে না। আগামী ১৩ ডিসেম্বর শুনানি রয়েছে ওই আদালতে। সে দিন পাকিস্তানকে তাদের বক্তব্য পেশ করতে হবে। তার ঠিক আগেই মানবিক মুখ তুলে ধরার কৌশল নিল তারা। যাতে আন্তর্জাতিক আদালতে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে না হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন