India-Pakistan Conflict

পাকিস্তানও ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল ভারতীয় হাই কমিশনের আধিকারিককে! ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে বলা হল দেশ ছাড়তে

নয়াদিল্লির পথেই হাঁটল ইসলামাবাদ। বুধবার পাক হাই কমিশনের এক আধিকারিককে ভারত ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল। এ বার পাকিস্তানও ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে বহিষ্কার করল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৪:০৭
Share:

ভারতীয় হাই কমিশনের আধিকারিককে বহিষ্কার করল পাকিস্তান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নয়াদিল্লির পথেই হাঁটল ইসলামাবাদ। বুধবার পাক হাই কমিশনের এক আধিকারিককে ভারত ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল। এ বার পাকিস্তানও ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে বহিষ্কার করল। ২৪ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়তে বলা হল সেই আধিকারিককে।

Advertisement

পহেলগাঁও জঙ্গি হামলা, তার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপড়েন চরমে পৌঁছেছে। সেই আবহে আগেই পাক হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করে নয়াদিল্লি। পরে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রার সঙ্গে সেই দানিশের ‘ঘনিষ্ঠতা’ প্রকাশ্যে আসার পর অনেকের দাবি, দানিশ আদতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত ছিলেন। তা জানতে পেরেই তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। যদিও কেন্দ্রের তরফে এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

জ্যোতির সঙ্গে আইএসআই হ্যান্ডলারদের যোগাযোগ নিয়ে নানা খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেই আবহে বুধবার পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এর পরেই ওই পথে হেঁটে পাকিস্তানও ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে অবাঞ্ছিত ঘোষণা করল। পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই আধিকারিক এমন কিছু কাজ করছিলেন, যা তাঁর আসল কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement