India Pakistan Ceasefire

‘কাশ্মীরিরা যেন নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার পায়’! দিল্লির সঙ্গে আলোচনায় বসার আগে ফের কাশ্মীর-চাল ইসলামাবাদের

ভারত এবং পাকিস্তানের মধ্যে সোমবার আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগে রবিবার ফের কাশ্মীর নিয়ে মন্তব্য করল পাকিস্তান। সোমবারের বৈঠকেও কাশ্মীর প্রসঙ্গকে আলোচনায় তুলতে পারে ইসলামাবাদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৫:২২
Share:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।

সংঘর্ষবিরতির পরে সোমবার আলোচনায় বসছে ভারত এবং পাকিস্তান। তার আগে রবিবার ফের কাশ্মীর প্রসঙ্গকে হাতিয়ার করার চেষ্টা শুরু করেছে ইসলামাবাদ। সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, পাক বিদেশ মন্ত্রক জানিয়েছে, “জম্মু ও কাশ্মীরের সমস্যার যে কোনও ন্যায্য এবং স্থায়ী নিষ্পত্তির ক্ষেত্রে অবশ্যই কাশ্মীরি জনতার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে নিশ্চিত করতে হবে।” বস্তুত, ভারত-পাক সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়ে রবিবার (ভারতীয় সময় অনুসারে) ফের সমাজমাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনিও কাশ্মীর সমস্যা মেটাতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন।

Advertisement

তাৎপর্যপূর্ণ ভাবে, ট্রাম্পের ওই মন্তব্যের পরই পাক বিদেশ মন্ত্রকও কাশ্মীর সমস্যা নিয়ে নিজেদের বক্তব্য জানাল। কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করে ট্রাম্পের বিবৃতিকেও স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। শান্তি ফেরানোর জন্য মার্কিন প্রশাসনের যে কোনও উদ্যোগকে তারা সমর্থন করবে বলে জানিয়েছে। পাক বিদেশ মন্ত্রকের বিবৃতিতে সংঘর্ষবিরতির জন্য আমেরিকা এবং অন্য ‘বন্ধু রাষ্ট্র’গুলির গঠনমূলক ভূমিকার কখা উল্লেখ করা হয়। বিবৃতিতে ইসলামাবাদের দাবি, উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক স্থিতাবস্থার জন্য একটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সোমবার ভারত-পাক আলোচনাতেও কাশ্মীর সমস্যার প্রসঙ্গ তুলে ধরতে পারে পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা। সেখানে সিন্ধু জলচুক্তি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গের পাশাপাশি কাশ্মীর সমস্যা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর।

Advertisement

পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় পাকিস্তান যোগের অভিযোগ তুলেছে ভারত। বস্তুত, জঙ্গিহানায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর দিক থেকে ২৬/১১ জঙ্গিহানার পরেই রয়েছে পহেলগাঁও কাণ্ড। যদিও পাকিস্তানের দাবি, পহেলগাঁও কাণ্ডে তাদের কোনও যোগ নেই। এই চাপানউতরের মাঝেই গত মঙ্গলবার রাতে শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অঞ্চলে হামলা চালায় ভারত। নির্দিষ্ট ভাবে জঙ্গিঘাঁটিগুলিকে চিহ্নিত করতেই হামলা চালানো হয়েছে বলে জানায় ভারত। পাল্টা ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন হামলা এবং গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানও, যদিও তার বেশির ভাগই প্রতিহত করেছে ভারতীয় সেনা।

প্রায় চার দিন ধরে চলা ভারত-পাক সংঘাতের আবহে শনিবার বিকেলে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী ঘোষণা করেন, শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতি কার্যকর হচ্ছে। যদিও তার আগেই ট্রাম্প এই সংঘর্ষবিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন। এই পরিস্থিতিতে অমীমাংসিত বিষয়গুলির সমাধানের জন্য সোমবার আলোচনায় বসছে ভারত এবং পাকিস্তান।

তবে শনিবার রাতেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। রাতে বিদেশসচিব মিস্রী সাংবাদিক বৈঠক করে জানান, সংঘর্ষবিরতি লঙ্ঘন প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ওই সাংবাদিক বৈঠকের পরে রাতে নতুন করে আর গোলাবর্ষণ বা বিস্ফোরণের খবর মেলেনি। এই অবস্থায় রবিবার সকালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement