পাল্টা হামলা থামান, ফোন পাক রেঞ্জার্সের

বিএসএফের পাল্টা হামলার জেরে শেষ পর্যন্ত সংঘর্ষবিরতির আর্জি জানাতে বাধ্য হল পাকিস্তান। বিএসএফ জানিয়েছে, এ দিন জম্মুতে বিএসএফকে ফোনে এই আর্জি জানিয়েছে পাক রেঞ্জার্স বাহিনী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০১৮ ০৪:০৩
Share:

বিএসএফের পাল্টা হামলার জেরে শেষ পর্যন্ত সংঘর্ষবিরতির আর্জি জানাতে বাধ্য হল পাকিস্তান। বিএসএফ জানিয়েছে, এ দিন জম্মুতে বিএসএফকে ফোনে এই আর্জি জানিয়েছে পাক রেঞ্জার্স বাহিনী।

Advertisement

গত কয়েক দিনে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে রেঞ্জার্সের হামলায় নিহত হয়েছেন দুই বিএসএফ জওয়ান। ফলে পাল্টা হামলা শুরু করে বিএসএফ। পাক ছাউনিগুলিকে লক্ষ্য করে প্রবল রকেট ও গুলিবর্ষণ করা হয়। এই হামলায় আখনুরের কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ এলাকায় নিহত হন এক রেঞ্জার্স জওয়ান। আজ একটি ভিডিয়োও প্রকাশ করেছে বিএসএফ। তাতে বিএসএফের ছো়ড়া রকেটে একটি পাক বাঙ্কার ধ্বংস হতে দেখা যাচ্ছে।

বিএসএফের আইজি রাম অবতারের কথায়, ‘‘ওরা আমাদের লক্ষ্য করে হামলা চালালে উপযুক্ত জবাবও পাচ্ছে। চাষের মরসুম শেষ হলেই পাকিস্তানিরা এই ধরনের হামলা শুরু করে।’’ আজ বিএসএফের জম্মু ইউনিটকে ফোন করে হামলা বন্ধ করার আর্জি জানায় পাক রেঞ্জার্স।

Advertisement

অন্য দিকে এ দিনও উপত্যকায় জনতা ও বাহিনীর সংঘর্ষে আহত হয়েছে এক কিশোর। পুলিশ জানিয়েছে, সোপোরের আরামপোরায় সিআরপিএফের একটি গাড়ি লক্ষ্য করে পাথর ছো়ড়ে এক দল বিক্ষোভকারী। বাহিনীর সঙ্গে সংঘর্ষে ন’বছরের রিজওয়ান আহমেদ নামে এক কিশোর আহত হয়।

বিএসএফ কর্তারা মনে করিয়ে দিচ্ছেন অক্টোবরে ‘অপারেশন অর্জুন’-এর কথা। তখন রেঞ্জার্সের হামলার জবাবে ওই অভিযান শুরু করেছিল বিএসএফ। তার পরে রেঞ্জার্স সংঘর্ষবিরতির আর্জি জানায়। বার বার পাকিস্তান এই কৌশলই নেয় বলে মত বিএসএফের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন