কুলভূষণ নিয়ে মিথ্যে বলছে পাকিস্তান: দিল্লি

চরবৃত্তির অভিযোগের ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে জেলে বন্দি করে রেখেছে পাকিস্তান। ভারতের আর্জিতে পাকিস্তানি সেনা আদালতে তাঁর মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে আন্তর্জাতিক ন্যায় আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭ ০১:৩৩
Share:

—ফাইল চিত্র।

পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদবের পরিবর্তে কোনও পাক জঙ্গিকে ছাড়ার প্রস্তাব দেওয়া হয়নি বলে জানাল ভারত।

Advertisement

চরবৃত্তির অভিযোগের ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে জেলে বন্দি করে রেখেছে পাকিস্তান। ভারতের আর্জিতে পাকিস্তানি সেনা আদালতে তাঁর মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে আন্তর্জাতিক ন্যায় আদালত। সম্প্রতি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে পাকিস্তানি বিদেশমন্ত্রী খাজা মহম্মদ আসিফ দাবি করেন, কুলভূষণ যাদবের পরিবর্তে এক পাক জঙ্গিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব পেয়েছে ইসলামাবাদ। ২০১৪ সালে পেশোয়ারের স্কুলে হামলায় জড়িত ওই জঙ্গি এখন আফগানিস্তানের জেলে রয়েছে। ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পাক বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মহম্মদ হানিফ আতমারের। পাক কূটনৈতিক সূত্রে দাবি, ওই বৈঠকেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। দিল্লির অনুরোধেই এই পদক্ষেপ করেছে কাবুল।

আরও পড়ুন: বিকানেরে দিল্লির যুবতীকে ২৩ জন মিলে গণধর্ষণ

Advertisement

তারপরেই আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতর জানায়, ওই বৈঠকে ভারত বা কোনও ভারতীয় নাগরিককে নিয়ে কথা হয়নি। আজ আফগানিস্তানের সেই বিবৃতিকে তুলে ধরে পাকিস্তানের কড়া সমালোচনা করেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। তিনি জানান, ওই বিবৃতি থেকেই প্রমাণ হচ্ছে পাকিস্তান মিথ্যে বলছে। ইসলামাবাদ এমন মিথ্যে বলতে অভ্যস্ত।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতকে আক্রমণ করেছিলেন পাক দূত মালিহা লোধী। একটি ছবি দেখিয়ে তিনি দাবি করেন, সেটি কাশ্মীরে ভারতীয় বাহিনীর ছররায় আহত এক কিশোরীর। পরে জানা যায়, সেটি প্যালেস্তাইনের গাজায় ইজরায়েলি হামলায় আহত এক কিশোরীর ছবি। সেই প্রসঙ্গ উল্লেখ করে রবীশ কুমার বলেন, ‘‘এ থেকেই পাকিস্তানের কাজকর্মের ধরন বোঝা যায়। কুলভূষণকে নিয়ে দাবি এমন কাজেরই অন্য একটি নজির।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন