শান্তিই চায় পাকিস্তান: বাজওয়া

সন্ত্রাসের কারণে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন চলছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত ইসলামাবাদের সঙ্গে কোনও রকম আলোচনা সম্ভব নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৭ ০২:৫৪
Share:

ফাইল চিত্র।

ভারত-সহ অন্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে পাকিস্তান শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতেই চায় বলে দাবি সে দেশের সেনাপ্রধান কমর বাজওয়ার। তাঁর বক্তব্য, ‘‘যুদ্ধবাজ ভারতকেও শান্তি বজায় রাখতে উদ্যোগী হতে হবে।’’

Advertisement

সন্ত্রাসের কারণে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন চলছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত ইসলামাবাদের সঙ্গে কোনও রকম আলোচনা সম্ভব নয়।

সন্ত্রাসবাদের প্রশ্নে আফগানিস্তানেরও সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ শীতল। পাকিস্তানের অভিযোগ, সন্ত্রাসবাদ নিয়ে চোখ বন্ধ করে রেখেছে আফগানিস্তান। আফগানিস্তানও একই অভিযোগ করে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বাজওয়া বলেন, ‘‘পাকিস্তানের পূর্বে রয়েছে যুদ্ধবাজ ভারত এবং পশ্চিমে রয়েছে অশান্ত আফগানিস্তান। এর ফলে পাকিস্তান সব সময় অশান্তির মধ্যে রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement