National News

এই দুঃসাহসের দাম দিতে হবে পাকিস্তানকে, হুঁশিয়ারি নির্মলার

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে এ দিন বৈঠক করেছেন নির্মলা সীতারামন। সুঞ্জওয়ানে জঙ্গি হামলা এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়েই দুই নেত্রীর মধ্যে আলোচনা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। বৈঠক শেষ করেই সাংবাদিক সম্মেলন করেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, এই ‘দুঃসাহসের মূল্য চোকাতে হবে’ পাকিস্তানকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৬
Share:

সুঞ্জওয়ানে জঙ্গি হামলা এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে বৈঠক শেষ করেই সাংবাদিক সম্মেলন করেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। ছবি: পিটিআই।

সুঞ্জওয়ান ঘাঁটিতে জঙ্গি হামলার মূল্য পাকিস্তানকে চোকাতে হবে। স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। জইশ-ই-মহম্মদ এই হামলা চালিয়েছে এবং সীমান্তের ও পার থেকে তা নিয়ন্ত্রিত হয়েছে, জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তবে জইশ জঙ্গিরা কিছু স্থানীয় সহযোগিতাও পেয়ে থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।

Advertisement

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে এ দিন বৈঠক করেছেন নির্মলা সীতারামন। সুঞ্জওয়ানে জঙ্গি হামলা এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়েই দুই নেত্রীর মধ্যে আলোচনা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। বৈঠক শেষ করেই সাংবাদিক সম্মেলন করেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, এই ‘দুঃসাহসের মূল্য চোকাতে হবে’ পাকিস্তানকে।

প্রতিরক্ষা মন্ত্রী এ দিন বলেছেন, ‘‘এই সন্ত্রাসবাদীরা জইশের, পাকিস্তানে বসবাসকারী মাসুদ আজহার এদের পাঠিয়েছিল এবং সেখান থেকেই এদের সমর্থন জোগানো হয়েছে।’’ সুঞ্জওয়ান সেনাঘাঁটিতে জঙ্গি হামলার নেপথ্যে স্থানীয় কোনও সূত্র সক্রিয় ছিল না, এমনটা অবশ্য প্রতিরক্ষা মন্ত্রী মনে করছেন না। তিনি বলেছেন, ‘‘জঙ্গিরা স্থানীয় সমর্থন পেয়ে থাকতে পারে, কিন্তু তারা পরিচালিত হচ্ছিল সীমান্তের ও পারে থাকা নিয়ন্ত্রকদের দ্বারা।’’

Advertisement

আরও পড়ুন: ওমান থেকে খোঁচা মোদীর, জানেন না কী বলতে হয়: কংগ্রেস

আরও পড়ুন: ভাগবতের সেনা মন্তব্যে তুমুল ঝড় দেশ জুড়ে

জম্মুর সুঞ্জওয়ান সেনাঘাঁটিতে জঙ্গি হামলার জেরে ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনই সেনাকর্মী। জখম হয়েছেন মোট ১০ জন। আর বাহিনীর জঙ্গিদমন অভিযান ৩ হামলাকারী খতম হয়েছে। তার পরে অভিযানের সমাপ্তি ঘোষিত হয়েছে। কিন্তু এলাকায় তল্লাশি অভিযান এখনও জারি। কোনও কোনও সূত্রের দাবি, ৩ জন জন, ৪ জন জঙ্গি হামলা চালিয়েছিল। তাই সম্ভাব্য চতুর্থ জঙ্গির খোঁজ চলছে। তবে প্রশাসনের একাংশ মনে করছে, ৪ জনের মধ্যে ১ জন সম্ভবত জঙ্গিদের গাইড ছিল, যে পথ দেখিয়েই ফিরে গিয়েছে, সেনাঘাঁটির ভিতরে ঢোকেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement