—প্রতিনিধিত্বমূলক চিত্র।
অবৈধ ভাবে ভারতের জলসীমার মধ্যে ঢুকে পড়েছিলেন ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবী। তাঁদের গ্রেফতার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বিএসএফ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের মাছ ধরার নৌকাও।
জানা গিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুজরাতের কচ্ছ উপকূলের কোরি ক্রিক এলাকায় অভিযান চালায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং বিএসএফ। অভিযানের সময় তাদের নজরে আসে ওই মাছ ধরার নৌকাটি। সেটি ঘিরে ফেলা হয়। ওই নৌকা নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন পাকিস্তানি মৎস্যজীবীরা, কিন্তু পারেননি।
ওই দলে থাকা ১৫ জন মৎস্যজীবী পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুজাওয়াল জেলার জাতি গ্রামের বাসিন্দা। সকলের বয়স ২০ থেকে ৫০-এর মধ্যে। অভিযোগ, ভারতীয় জলসীমায় অবৈধ ভাবে মাছ ধরছিলেন তাঁরা। বাজেয়াপ্ত করা নৌকার মধ্যে থেকে প্রায় ৬০ কেজি মাছ এবং ন’টি বড় জাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও, চাল, আটা, চিনি, ঘি, নুন-সহ নানা খাদ্যসামগ্রীও পাওয়া গিয়েছে। অনুমান, ওই মৎস্যজীবীরা অনেক দিন সমুদ্রে ঘুরে মাছ ধরার পরিকল্পনা করেছিলেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মাছ ধরার উদ্দেশ্যে ভারতের জলসীমায় ঢুকে পড়েছিলেন তাঁরা। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।