বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল পটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় জামতাড়ার কাসিয়াটাড় হল্ট স্টেশনে জনশতাব্দী জোরে ব্রেক কষে দাঁড়িয়ে যায়। যাত্রীরা ইঞ্জিনের কাছ থেকে প্রচুর ধোঁয়া বেরোতে দেখেন। ইঞ্জিনে আগুনের শিখা দেখতে পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন কামরায় ছড়িয়ে পড়ার আতঙ্কে ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। যদিও আগুন কামরায় ছড়ায়নি। ট্রেন থেকে নামতে গিয়ে কয়েক জন আহত হন। ইঞ্জিনটি ট্রেনের কামরা থেকে আলাদা করে দেওয়া হয়।