এনআরসি প্রশ্নে কংগ্রেস বিধায়ককে পরেশের হুমকি

গত কাল কমলাক্ষবাবুকে ফোন করে আলফা (স্বাধীন)-এর প্রধান পরেশ বলেন, বিদেশিদের নাগরিকত্ব নিয়ে কথা বললে কাউকেই রেহাই দেওয়া হবে না। ১৯৭১ সালের পরে অসমে আসা একজনকেও তাঁরা মেনে নেবেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ০৩:১৭
Share:

ছবি: সংগৃহীত।

এনআরসি নিয়ে মুখ খুলে পরেশ বরুয়ার হুমকির মুখে পড়লেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

Advertisement

গত কাল কমলাক্ষবাবুকে ফোন করে আলফা (স্বাধীন)-এর প্রধান পরেশ বলেন, বিদেশিদের নাগরিকত্ব নিয়ে কথা বললে কাউকেই রেহাই দেওয়া হবে না। ১৯৭১ সালের পরে অসমে আসা একজনকেও তাঁরা মেনে নেবেন না। এনআরসিতে পরেশ বরুয়ার নাম ওঠা নিয়ে প্রশ্ন তোলার জন্যও কমলাক্ষের কাছে কৈফিয়ত চান আলফা নেতা। জানতে চান, তাঁর নাম এনআরসিতে থাকলে কমলাক্ষর কেন মাথাব্যাথা? অসম গঠনে আহোমদের ভূমিকার কথাও তাকে স্মরণ করিয়ে দেন পরেশ বরুয়া। কমলাক্ষ পরে জানিয়েছেন, মানবিক কারণেই চার দশকের বেশি সময় ধরে বসবাসকারীদের রাষ্ট্রহীন করা অনুচিত বলে মনে করেন তিনি।

রাজ্য কংগ্রেসের তোপের মুখে পড়েছেন শিলচরের সাংসদ সুস্মিতা দেবও। অসম প্রদেশ কংগ্রেস কমিটি আজ জানিয়েছে, তারাও ১৯৭১কে ভিত্তিবর্ষ ধরে এনআরসি চূড়ান্ত করার পক্ষপাতী। বিদেশিমুক্ত অসম ও বৃহত্তর অসমীয়া সমাজ গঠন কংগ্রেসেরও লক্ষ্য বলে মন্তব্য করা হয়েছে। দলীয় সাংসদ সুস্মিতা দেবের নাম উল্লেখ না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করে তারা। কংগ্রেসের বক্তব্য, ১৯৭১-কে ভিত্তি করে অসম চুক্তি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। মমতাও তখন কংগ্রেস নেতা হিসেবে চুক্তিকে সমর্থন করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement