Parliament Monsoon Session

লোকসভায় অপারেশন সিঁদুর, রাজ্যসভায় ভোটার তালিকার সংশোধন: বিরোধী-হট্টগোলে দফায় দফায় মুলতুবি অধিবেশন

সংসদের বাইরেও ভোটার তালিকা সংশোধনী নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ অন্য বিরোধী সাংসদেরা সংসদ কক্ষের বাইরে এ নিয়ে বিক্ষোভ দেখান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৪:০১
Share:

মঙ্গলবার সংসদের বাইরে বিক্ষোভ বিরোধী শিবিরের। ছবি: পিটিআই।

বিরোধীদের হট্টগোলে মঙ্গলবারও সকাল থেকে দফায় দফায় মুলতুবি হল সংসদের বাদল অধিবেশন। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার দাবিতে হট্টগোল বাধল লোকসভায়। রাজ্যসভায় বিরোধীরা তুলে ধরল বিহারে ভোটার তালিকা সংশোধনীর প্রসঙ্গ। এই দুই বিষয়ে আলোচনার দাবিতে সংসদের উভয় কক্ষে সরব হন বিরোধী দলের সাংসদেরা।

Advertisement

সকাল ১১টা লোকসভার অধিবেশন শুরু হওয়ার পরে কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদেরা আসন ছেড়ে বেরিয়ে এসে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার দাবি তুলতে থাকেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চ্বহান সেই সময় তাঁদের ফিরে যেতে অনুরোধ করেন। ওই সময় কৃষি সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য বিরোধীদের অনুরোধ করেন তিনি। লোকসভার স্পিকার ওম বিরলাও বিরোধীদের নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করেন। অধিবেশন কক্ষে প্ল্যাকার্ড হাতে স্লোগান না-দেওয়ার জন্যও সাংসদদের উদ্দেশে বলেন তিনি। কিন্তু এর পরেও হট্টগোল চলতে থাকে। ফলে প্রথমে দুপুর ১২টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন তিনি।

দুপুর ১২টার সময় ফের লোকসভার অধিবেশন বসলে আবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার দাবিতে সরব হন বিরোধীরা। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, স্পিকারের অনুমতি সাপেক্ষে সরকার যে কোনও বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। বিরোধী সাংসদদের আসনে গিয়ে বসার অনুরোধ করেন তিনি। এর পরেও হট্টগোল চলায় দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করা হয়।

Advertisement

এই সময় সংসদের বাইরেও ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ অন্য বিরোধী সাংসদেরা সংসদ কক্ষের বাইরে এ নিয়ে বিক্ষোভ দেখান। অন্য দিকে, রাজ্যসভাতেও নির্বাচন কমিশনের বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনার দাবি তোলেন বিরোধী সাংসদেরা। জগদীপ ধনখড়ের ইস্তফার কারণে মঙ্গলবার রাজ্যসভার কার্যক্রম পরিচালনা করেন উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ। অধিবেশনের শুরুতেই দশ জন বিরোধী সাংসদ অবিলম্বে এই প্রসঙ্গে আলোচনার দাবি তোলেন। পিটিআই অনুসারে, ধনখড়ের ইস্তফা নিয়েও আলোচনার দাবি তোলেন এক সাংসদ। বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করা হয় রাজ্যসভার অধিবেশন। পরে দুপুর ১২টায় অধিবেশন বসলে আবারও ভোটার তালিকার সংশোধনীর প্রসঙ্গে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। যার জেরে ফের দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement