সিবিআইকে নিয়ে সুপারিশ

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে দেওয়া ক্ষমতা যথেষ্ট নয়, তাই এই সংস্থার জন্য আলাদা বিধি তৈরি করা হোক— সংসদীয় কমিটি একটি রিপোর্টে এই সুপারিশ করেছে। ১৯৪৬ সালের ‘দিল্লি স্পেশ্যাল পুলিশ এস্ট্যাবলিশমেন্ট’ (ডিএসপিই) আইন অনুযায়ী ক্ষমতা দেওয়া রয়েছে সিবিআইয়ের হাতে।

Advertisement

সংবাদসংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১৫
Share:

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে দেওয়া ক্ষমতা যথেষ্ট নয়, তাই এই সংস্থার জন্য আলাদা বিধি তৈরি করা হোক— সংসদীয় কমিটি একটি রিপোর্টে এই সুপারিশ করেছে। ১৯৪৬ সালের ‘দিল্লি স্পেশ্যাল পুলিশ এস্ট্যাবলিশমেন্ট’ (ডিএসপিই) আইন অনুযায়ী ক্ষমতা দেওয়া রয়েছে সিবিআইয়ের হাতে। কিন্তু কমিটির মতে, ৭০ বছর আগে তৈরি সেই নিয়মের সঙ্গে এখনকার পরিস্থিতি খাপ খায় না। সিবিআইয়ের হাতে বেশি ক্ষমতা না দেওয়ার অর্থ সংস্থার মান নীচে নামিয়ে আনা। কিন্তু সরকারের কর্মিবর্গ দফতরের এতে আপত্তি রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন