হড়পা বানে ভেঙে গেল বিদ্যুৎ প্রকল্পের একাংশ। ছবি: সংগৃহীত।
হিমাচল প্রদেশের কুলুতে হড়পা বানে ভেঙে গেল মলানা-১ বিদ্যুৎ প্রকল্পের একাংশ। ভেসে গেল নির্মাণকাজের বেশ কয়েকটি ট্রাক, গাড়ি। ভারী বৃষ্টির জেরে হিমাচলের কুলুতে হড়পা বান নেমে আসে। বিপুল জলরাশির ধাক্কা সহ্য করতে না পেরে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ অংশ স্রোতে ভেসে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। তবে কুলুতে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সতর্কতা জারি করা হয়েছে।
টানা বৃষ্টির জেরে পার্বতী এবং বিপাশা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নীচু এলাকাগুলিতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেখান থেকে বাসিন্দাদের সরানোর কাজ চলছে। শুধু কুলুই নয়, মন্ডীর পরিস্থিতিও বেশ খারাপ। পান্ডো বাঁধের কাছে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কে বড় ধস নামায় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি থমকে গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, জাতীয় সড়কের ৫০ মিটার অংশ ধসে গিয়েছে।
মন্ডীর পুলিশ সুপার সাক্ষী বর্মা জানিয়েছেন, শুক্রবার রাত থেকে টানা বর্ষণের জেরে জাতীয় সড়কের বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। ফলে বহু গাড়ি রাস্তায় আটকে পড়েছে। ধস সরানোর কাজ চলছে। তবে জাতীয় সড়কের কয়েকটি জায়গায় রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, রাজ্যের ৩৮৩টি রাস্তা বন্ধ। চম্বা, কুলু, মন্ডী এবং উনা জেলার ভিতরের বহু রাস্তা দুর্গম হয়ে উঠেছে। এখনও পর্যন্ত বৃষ্টি, ধস এবং হড়পা বান এবং সড়ক দুর্ঘটনায় ১৭৩ জনের মৃত্যু হয়েছে।