সীমান্ত পেরিয়ে বাস অসমে

বাংলাদেশ থেকে পরীক্ষামূলক ভাবে চালানো যাত্রীবাহী বাস গত রাতে গুয়াহাটি পৌঁছলো। আজ সকালে ফের বাংলাদেশের উদ্দেশে সেটি রওনা দেয়। গত বছর ১০ ডিসেম্বর গুয়াহাটি থেকে প্রথম পরীক্ষামূলক যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৩:৫৪
Share:

বাংলাদেশ থেকে পরীক্ষামূলক ভাবে চালানো যাত্রীবাহী বাস গত রাতে গুয়াহাটি পৌঁছলো। আজ সকালে ফের বাংলাদেশের উদ্দেশে সেটি রওনা দেয়। গত বছর ১০ ডিসেম্বর গুয়াহাটি থেকে প্রথম পরীক্ষামূলক যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। পরিবহন দফতর সূত্রে খবর, আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ ভাবে ঢাকা-গুয়াহাটি বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে, বাংলাদেশ থেকে আসা পরিবহণ বিভাগের কর্তারা ভারতের রাস্তার অবস্থা নিয়ে সন্তুষ্ট নন। পাশাপাশি, দউকি সীমান্তে ভারতীয় অভিবাসন দফতরের ছাড়পত্র পেতে তিন ঘণ্টার সময়সীমা কমানোর কথাও বলেন তাঁরা। শুক্রবার বিকেল ৩টে নাগাদ বাংলাদেশ সড়ক পরিবহণের শ্যামলী বাস ২২ জন সরকারি কর্তা ও ৫ চালক-সহকারী নিয়ে ঢাকা থেকে রওনা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement