—প্রতীকী চিত্র।
টানা সফর। সেই কখন বিমানবন্দরে নামবেন! তর সয়নি। বিমান তখন মাঝ-আকাশে। শৌচাগারে গিয়ে চুপিচুপি সিগারেট ধরিয়েছিলেন ২৫ বছরের এক যাত্রী। কিন্তু ধরা পড়তেই হল তাঁকে। ফুকেট থেকে মুম্বইগামী উড়ান ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই গ্রেফতার হলেন ওই যুবক।
শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, ধৃতের নাম ভব্যগৌতম জৈন। দক্ষিণ মুম্বইয়ের ওই বাসিন্দা বেড়াতে গিয়েছিলেন ফুকেটে। শুক্রবার রাতে মুম্বইগামী বিমানে উঠেছিলেন। তিনি বিমানের শৌচাগারে ঢোকার পরেই সহযাত্রীরা সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরা সঙ্গে সঙ্গে বিমানসেবিকাদের কাছে অভিযোগ করেন। ভব্য শৌচাগার থেকে বেরোতেই একপ্রস্ত কথা কাটাকাটি হয়। তার পর আর কেউ কিচ্ছু বলেননি।
তবে বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করার পরেই তাঁকে আটকানো হয়। কিছু ক্ষণ পরে যুবককে গ্রেফতার করে পুলিশ। শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এই খবর জানানো হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, কড়া নির্দেশিকা সত্ত্বেও অভিযুক্ত যাত্রী বিমানে ধূমপান করেছিলেন। বিমান আইনে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে।