National News

আধার লিঙ্ক থাকলে রেলে এ বার দ্বিগুণ টিকিট কাটা যাবে অনলাইনে

রেল জানিয়েছে, মাসে ছ’টা টিকিট কাটার ক্ষেত্রে আধার ভেরিফিকেশনের কোনও প্রয়োজন পড়ে না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৭ ১৭:০৭
Share:

প্রতীকী ছবি।

অনলাইনে যাঁরা টিকিট বুকিং করেন তাঁদের জন্য সুখবর আনল রেল। নিয়ম অনুযায়ী এত দিন অনলাইনে মাসে ৬টা টিকিট বুক করতে পারতেন যাত্রীরা। এ বার সেই নিয়মে ছাড় দিল রেল।

Advertisement

আরও পড়ুন: কলেজছাত্রীকে তিন ঘণ্টা ধরে গণধর্ষণ পরিত্যক্ত কালভার্টে

ছ’টা নয়, এ বার থেকে ১২টা টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। রেল জানিয়েছে, মাসে ছ’টা টিকিট কাটার ক্ষেত্রে আধার ভেরিফিকেশনের কোনও প্রয়োজন পড়ে না। কিন্তু কোনও যাত্রী যদি মাসে ছ’টার বেশি টিকিট বুক করতে চান, তা হলে আইআরসিটিসি-র পোর্টালে গিয়ে তাঁর আধার নম্বর লিঙ্ক করাতে হবে। অনলাইন বুকিংয়ে যাত্রীদের আধার লিঙ্কে উত্সাহ দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। গত ২৬ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকরী করেছে রেল।

Advertisement

কী করতে হবে সেটাও জানিয়েছে রেল।

আরও পড়ুন: টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে ডুবল চেন্নাই, আরও বড় বিপর্যয়ের আশঙ্কা

আইআরসিটিসি-র পোর্টালে গিয়ে ‘মাই প্রোফাইল’ ক্যাটাগরিতে যেতে হবে। ওই ক্যাটাগরিতে ঢুকে আধার নম্বর আপডেট করাতে হবে। আধারের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে ভেরিফিরেশনের জন্য তাতে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে। সেই ওটিপি দিয়েই ভেরিফাই করিয়ে পোর্টালে আপডেট করিয়ে নেওয়া যাবে আধার।

রেলের এক সূত্র মারফত জানা গিয়েছে, ট্র্যাভেল এজেন্ট এবং দালালরা যাত্রীদের ভুয়ো আইডি বানিয়ে যাতে রেলের টিকিট বুকিংয়ের সুযোগ নিতে না পারে তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন