Ambulance

চলন্ত অ্যাম্বুল্যান্স থেকে স্ট্রেচার-সহ রাস্তায় পড়ে গেলেন রোগী, টেরই পেলেন না চালক! তার পর?

জানা গিয়েছে, এক রোগীকে নিয়ে কুন্নুর ওট্টুপাত্তারা থেকে কুন্নুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাম্বুল্যান্সে। চালকের পাশের আসনে ছিলেন রোগীর এক আত্মীয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৭:৫৭
Share:

প্রতীকী ছবি।

দ্রুত গতিতে ছুটছিল অ্যাম্বুল্যান্স। রাস্তায় আচমকা একটি স্পিড ব্রেকার আসায় খেয়াল করেননি চালক। সেই স্পিড ব্রেকারে অ্যাম্বুল্যান্সটি জোরে ঝাঁকুনি খেতেই পিছনের দরজা খুলে যায়। আর সেই দরজা গিয়ে রাস্তায় স্ট্রেচার-সহ আছড়ে পড়েন রোগী।

Advertisement

অ্যাম্বুল্যান্স থেকে রোগী পড়ে গেলেও খেয়াল করেননি চালক। তিনি গাড়িটি নিয়ে এগিয়ে যান। অ্যাম্বুল্যান্স থেকে রাস্তায় রোগী পড়ে যাওয়ার দৃশ্য দেখে অনেকেই শিউরে ওঠেন। হইচই পড়ে যায়। পথচারীরা রোগীকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে কেউ এক জন অ্যাম্বুল্যান্সের পিছনে ধাওয়া করেন। তার পর চালককে বিষয়টি জানান। চালক অ্যাম্বুল্যান্স ঘুরিয়ে ঘটনাস্থলে নিয়ে আসেন। রোগীকে আবার অ্যাম্বুল্যান্সে তুলে দেন স্থানীয়েরা। জানা গিয়েছে, রোগীর খুব একটা আঘাত লাগেনি। তবে অ্যাম্বুল্যান্স থেকে রোগী পড়ে যাওয়ার ঘটনার কথা আগে কখনও শোনেননি বলে জানিয়েছেন স্থানীয়েরা।

ঘটনাটি তামিলনাড়ুর নীলগিরি জেলার। জানা গিয়েছে, এক রোগীকে কুন্নুর ওট্টুপাত্তারা থেকে কুন্নুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাম্বুল্যান্সে। চালকের পাশের আসনে ছিলেন রোগীর এক আত্মীয়। অ্যাম্বুল্যান্সের পিছনে স্ট্রেচারে শোয়ানো ছিল রোগীকে। একটি লেভেল ক্রসিং পার করার সময় স্পিড ব্রেকারে জোর ঝাঁকুনি হতেই অ্যাম্বুল্যান্সের পিছনের দরজা খুলে যায়। রোগীকে নিয়ে স্ট্রেচার গড়িয়ে পড়ে রাস্তায়। রোগী যে পড়ে গিয়েছেন, খেয়ালই করেননি চালক এবং রোগীর আত্মীয়। অ্যাম্বুল্যান্সটি রোগীকে না নিয়েই এগিয়ে যায়। এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তার তদন্তের দাবি উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement