AI video of Narendra Modi’s mother

প্রধানমন্ত্রী মোদীর মা-কে নিয়ে এআই ভিডিয়ো সরানো হোক সমাজমাধ্যম থেকে! কংগ্রেসকে নির্দেশ দিল পটনা হাই কোর্ট

বিহারে বিধানসভা নির্বাচন ঘিরে প্রচারের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেনকে নিয়ে একটি এআই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করার অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে। তা নিয়ে জোর বিতর্কও হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৯
Share:

(বাঁ দিকে) এআই দ্বারা নির্মিত ভিডিয়োয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁ মা হীরাবেন মোদী (ডান দিকে)। ছবি: এক্স।

বিহারে বিধানসভা নির্বাচন ঘিরে প্রচারের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেনকে নিয়ে একটি এআই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করার অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে। তা নিয়ে জোর বিতর্কও হয়। এ বার সেই ভিডিয়ো সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল পটনা হাই কোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বজন্থরী।

Advertisement

সম্প্রতি গোটা বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দ্বারভাঙায় রাহুলের শোভাযাত্রা পৌঁছোনোর আগে একটি স্বাগত মঞ্চ থেকে মোদীর মায়ের নামে কুকথা বলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই বিতর্কের রেশ কাটতে না-কাটতেই মোদী ও তাঁর মা হীরাবেনের মধ্যে কল্পিত কথোপকথনের একটি অ্যানিমেশন ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হয়। ভিডিয়োয় মোদীকে বলতে শোনা যায়, ‘‘যাক আজকের ভোটচুরির কাজ সারা।’’ এর পরে মোদী বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তেই স্বপ্ন উপস্থিত হন মোদীর মা হীরাবেন। কল্পিত কথোপকথনে হীরাবেন ছেলে মোদীকে বলেন, ‘‘আরে বেটা, প্রথমে তো তুমি আমায় নোট বাতিলের লম্বা লাইনে দাঁড় করালে। তার পর আমার পা ধোয়ার রিল বানালে। বিহারে আমার নামে রাজনীতি করছ। তুমি আমার অপমানের ব্যানার-পোস্টার ছাপাচ্ছ। তুমি ফের বিহারে নাটক করার চেষ্টা করছ। রাজনীতির নামে আর কত নীচে নামবে?’’ এর পরেই দেখা যায়, ধড়মড়িয়ে ঘুম থেকে উঠে বসছেন মোদী।

কৃত্রিম মেধার সাহায্যে ওই ভিডিয়ো বানানোর নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে বলে সরব হয় বিজেপি। বিজেপির বক্তব্য, এ হল কংগ্রেসের বিকৃত মানসিকতার পরিচয়। পুলিশেও অভিযোগ দায়ের করে পদ্মশিবির। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে দিল্লির নর্থ এভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির এক নেতা। অভিযোগকারীর দাবি, ওই ভিডিওটি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি নৈতিকতা এবং মহিলাদের মর্যাদাকেও লঙ্ঘন করেছে। পিটিআই অনুসারে, ওই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬, ৩৪০(২), ৩৫২, ৩৫৬(২) এবং ৬১(২) ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ।

Advertisement

যদিও কংগ্রেসের দাবি, ভিডিয়োয় কোথাও মোদীর মা-কে অপমান করা হয়নি। পাশাপাশি তারা এ-ও জানিয়েছিল, কে বা কারা ওই ভিডিয়ো বানিয়ে সমাজমাধ্যমে ছেড়েছেন, তা খতিয়ে দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement