Peon Arrested

চেয়েছিলেন পানীয় জল, বোতলে প্রস্রাব ভরে ঊর্ধ্বতনকে খাওয়ালেন! ওড়িশায় গ্রেফতার পিওন

অভিযোগ, গত ২৩ জুলাই রাতে অফিসে ছিলেন ইঞ্জিনিয়ার সচিন। তাঁর সঙ্গে ছিলেন শিবাও। তাঁর কাছে জল খেতে চেয়েছিলেন সচিন। সেই সময় তিনি বোতলে প্রস্রাব করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৭:৪৩
Share:

জল খেতে চাওয়ায় প্রস্রাব খাওয়ালেন পিওন। ছবি: সংগৃহীত।

ঊর্ধ্বতনকে প্রস্রাব খাওয়ানোর অভিযোগে ওড়িশায় গ্রেফতার করা হল এক সরকারি অফিসের পিওনকে। গজপতি জেলার ঘটনা।

Advertisement

অভিযুক্তের নাম শিবা নারায়ণ নায়েক। অ্যাসিসট্যান্স ইঞ্জিনিয়ার সচিন গৌড়ার অভিযোগের ভিত্তিতে শিবাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গ্রামীণ জল সরবরাহ এবং নিকাশি দফতরে কর্মরত পিওনের বিরুদ্ধে অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ ওঠে।

অভিযোগ, গত ২৩ জুলাই রাতে অফিসে ছিলেন ইঞ্জিনিয়ার সচিন। তাঁর সঙ্গে ছিলেন শিবাও। তাঁর কাছে জল খেতে চেয়েছিলেন সচিন। সেই সময় তিনি বোতলে প্রস্রাব করেন। তার পর সেটি ইঞ্জিনিয়ারের হাতে তুলে দেন। পানীয় জল ভেবেই সেটি পান করেন তিনি। সেটি খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

সচিনের অভিযোগের ভিত্তিতে শিবাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, শুধু সচিনই নন, অফিসেরই আরও দুই কর্মীকেও প্রস্রাব খাওয়ানো হয়েছিল। তাঁরাও অসুস্থ হয়ে পড়েন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement