সুগন্ধি বিশেষজ্ঞ মনিকা ঘুর্দে হত্যার ঘটনায় বেঙ্গালুরু থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করল গোয়া পুলিশ। রবিবার এক পুলিশ কর্তা জানিয়েছেন, মনিকা হত্যায় অভিযুক্তের নাম রাজ কুমার। সে পঞ্জাবের বাসিন্দা। শনিবারই ওই হত্যা-মামলার তদন্তে আশপাশের রাজ্যগুলিতে বিশেষ দল পাঠিয়েছিল গোয়া পুলিশ। বৃহস্পতিবার পানজিমে নিজের ভাড়াবাড়ি থেকে মনিকার দেহ উদ্ধার হয়।