ational news

কর্নাটক ভোটের পরেই দু’বার! ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

প্রশ্ন উঠেছিল, তবে কি কর্নাটকের ভোটে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় তেলের দাম বাড়ানো হচ্ছে না? তবে কি তেল সংস্থাগুলোকে সামনে রেখে আসল কলকাঠি নাড়ছে কেন্দ্রের মোদী সরকার?

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০১৮ ১২:৫৯
Share:

ফাইল চিত্র।

ফের বাড়লপেট্রল-ডিজেলের দাম। কর্নাটকের ভোট মেটার পর এই নিয়ে দু’বার। বৃহস্পতিবার সকাল থেকে নতুন যে দাম কার্যকর হয়েছে, তাতে জ্বালানি তেলের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ৭৮ টাকা ০১পয়সা। অর্থাত্‌, আগের চেয়ে ৫১ পয়সা বেশি। ডিজেলের দাম যতটা বাড়ানো হয়েছে, তাতে পরিবহণ শিল্পে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। কলকাতায় গত সোমবার ডিজেলের দাম ছিল ৬৬ টাকা ১৮ পয়সা। আজ তা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩৩ পয়সায়।

Advertisement

রেহাই পায়নি দিল্লি, মুম্বই কিংবা চেন্নাইয়ের মতো মহানগর।দিল্লিতে পেট্রলের দাম সর্বোচ্চ সীমা (৭৬টাকা ০৬ পয়সা) স্পর্শ করেছিল ২০০৩-এর সেপ্টেম্বরে, এখন সেই রেকর্ড ভেঙে যাওয়ার মুখে। এ দিন সকাল থেকে ৫১ পয়সা বেড়ে দিল্লিতে পেট্রলের দাম দাঁড়িয়েছে ৭৫ টাকা ৩২ পয়সায়। ডিজেলের দাম হয়েছে ৬৬ টাকা ৭৯ পয়সা। অর্থাত্‌ আগের চেয়ে ৬৫ পয়সা বেশি। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫১ পয়সা (৮৩টাকা ১৬ পয়সা) ও ৬৯ পয়সা (৭১টাকা ১২ পয়সা )। চেন্নাইয়ের ক্ষেত্রে পেট্রলের নতুন দাম হয়েছে ৭৮টাকা ১৬ পয়সা (৫৫ পয়সা বেশি), ডিজেলের নতুন দাম ৭০ টাকা ৪৯ পয়সা (৬০ পয়সা বেশি)।

তেলের দাম বাড়ানো ও কমানোর সিদ্ধান্ত তেল সংস্থাগুলোর উপরেই ছেড়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটেছিল কর্নাটক ভোটের আগে। বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বেড়েছিল, ডলারের তুলনায় অনেকটাই পড়েছিল টাকার দাম। কিন্তু তেলের দাম আটকে ছিল একটানা ১৯ দিন।

Advertisement

প্রশ্ন উঠেছিল, তবে কি কর্নাটকের ভোটে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় তেলের দাম বাড়ানো হচ্ছে না? তবে কি তেল সংস্থাগুলোকে সামনে রেখে আসল কলকাঠি নাড়ছে কেন্দ্রের মোদী সরকার?

আরও পড়ুন: মধ্যরাতে প্রায় বেনজির শুনানি, সুপ্রিম কোর্টের রায়ে সকালেই শপথ ইয়েদুরাপ্পার

আরও খবর: আজ ছত্তীসগঢ়ে রাহুল, জমি ও জোটই ভাবনা তাঁর

কর্নাটকে ভোটের ঠিক পরেই তেলের দাম বা়ড়ানো হয়েছিল। এর ঠিক চার দিনের মাথায় দ্বিতীয় বারের জন্য মূল্যবৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম এ ভাবে বাড়তে থাকলে তার নেতিবাচক প্রভাব পড়বে গোটা দেশের বাজারেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন