French Open 2024

ফরাসি ওপেনের শুরুতেই কঠিন লড়াই নাদালের, চাপ বাড়ল শিয়নটেকেরও

রাফায়েল নাদাল ফরাসি ওপেনের শুরুতেই কঠিন প্রতিপক্ষের সামনে। স্প্যানিশ খেলোয়াড়কে খেলতে হবে আলেকজ়ান্ডার জ়েরেভের বিরুদ্ধে। মেয়েদের শীর্ষবাছাই ইগা শিয়নটেক শুরুতে সহজ প্রতিপক্ষ পেলেও পরের দিকে লড়াই কঠিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২৪ ২৩:০৮
Share:

রাফায়েল নাদাল। ছবি: রয়টার্স।

ফরাসি ওপেনে ১৪ বারের বিজয়ী তিনি। সুরকির কোর্টের সঙ্গে তাঁর নাম সমার্থক হয়ে গিয়েছে। সেই রাফায়েল নাদাল ফরাসি ওপেনের শুরুতেই কঠিন প্রতিপক্ষের সামনে। স্প্যানিশ খেলোয়াড়কে খেলতে হবে আলেকজ়ান্ডার জ়েরেভের বিরুদ্ধে। মেয়েদের শীর্ষবাছাই ইগা শিয়নটেক শুরুতে সহজ প্রতিপক্ষ পেলেও পরের দিকে লড়াই কঠিন।

Advertisement

দীর্ঘ দিন টেনিস খেলেননি। র‌্যাঙ্কিংয়েও অনেক পিছিয়ে গিয়েছেন নাদাল। ফরাসি ওপেনে বহু বছর পর তিনি অবাছাই হিসাবে খেলতে নামছেন। সে কারণেই প্রথম রাউন্ডে তাঁকে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হচ্ছে। সম্প্রতি রোম মাস্টার্সে জিতেছেন জ়েরেভ। ফলে প্রথম রাউন্ডেই নাদালকে বিদায় নিতে হবে কি না, সেই জল্পনা শুরু হয়েছে।

সাম্প্রতিক কালে চোট-আঘাতে বিপর্যস্ত নাদালের কেরিয়ার। এ বছরই তাঁর শেষ মরসুম। অলিম্পিক্সে খেলার লক্ষ্যেই যে ফরাসি ওপেনে খেলবেন তা এক রকম নিশ্চিত। তবে গত দু’দশক প্যারিস কাঁপানো খেলোয়াড়ের লড়াই এ বার সহজ নয়।

Advertisement

শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ খেলবেন পিয়ের এমেরিক হার্বার্টের বিরুদ্ধে। ভারতের সুমিত নাগাল শুরু করবেন রাশিয়ান কারেন খাচানভের বিরুদ্ধে। কার্লোস আলকারাস খেলবেন যোগ্যতা অর্জনকারীর বিরুদ্ধে।

অন্য দিকে, শিয়নটেক কোয়ার্টার ফাইনালে খেলতে পারেন চার বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নেয়োমি ওসাকার বিরুদ্ধে। মার্কেটা ভন্ড্রোসোভার বিরুদ্ধেও খেলতে হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন