Coronavirus

কন্টেনমেন্টে বঙ্গে ফোনে নজরদারির পরামর্শ

কেন্দ্রীয় সূত্রের খবর, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেছেন যে কিছু রাজ্য মোবাইল প্রযুক্তির ব্যবহার করছে।

Advertisement

অগ্নি রায়

শেষ আপডেট: ১২ জুন ২০২০ ০৫:৪৭
Share:

প্রতীকী ছবি

কন্টেনমেন্ট জ়োনের যে বাসিন্দাদের ঘরে থাকার কথা, তাঁরা নিয়ম পালন করছেন কি না, সে দিকে নজর রাখতে প্রয়োজনে তাঁদের ফোন নম্বর নেওয়া হোক। আজ এক বৈঠকে পশ্চিমবঙ্গকে এই পরামর্শ দিল কেন্দ্র।

Advertisement

কেন্দ্রীয় সূত্রের খবর, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেছেন যে কিছু রাজ্য মোবাইল প্রযুক্তির ব্যবহার করছে। দিনে দু’বার কন্টেনমেন্ট জ়োনে থাকা ‘সন্দেহভাজন’ ব্যক্তিদের ফোন করে নজরদারি বহাল রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গও তা-ই করুক। রাজ্যগুলিকে কেন্দ্রের পরামর্শ, অ্যাম্বুল্যান্স পরিষেবা আরও উন্নত করতে হবে।

ক্যাবিনেট সচিবের সঙ্গে আজ কোভিড মোকাবিলা নিয়ে ভিডিয়ো বৈঠক করেন সব রাজ্যের শীর্ষ আমলারা। ওই বৈঠকে গৌবা বিভিন্ন রাজ্যের কোভিড পরিস্থিতির খতিয়ান নিয়েছেন। কোন ক্ষেত্রে কী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলি কী পদক্ষেপ করছে — জানতে চেয়েছেন তাও। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব রাজীব সিংহ ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে সিংহ জানান, মেট্রো চলছে না, লোকাল ট্রেনও বন্ধ।

Advertisement

আরও পড়ুন: উজ্জ্বল জামিয়া-জেএনইউ

এই পরিস্থিতিতে গণপরিবহণে সামাজিক দূরত্ব বজায় রাখতে সমস্যা হচ্ছে। সূত্রের মতে, রাজ্যের তরফে আরও জানানো হয় যে, রাজ্যের বিরাট সংখ্যক সংক্রমিত মানুষ উপসর্গহীন। আবার অনেকেই খুব দেরিতে আসছেন পরীক্ষা করাতে, ফলে রোগীকে বাঁচানোর সময় পাওয়া যাচ্ছে না।

কবে লোকাল ট্রেন চালানো হবে, তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় চারটি কেন্দ্রীয় বিভাগকে (রেল, স্বাস্থ্য, নগরোন্নয়ন এবং স্কুল শিক্ষা সংক্রান্ত বিভাগ) এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল) তৈরি করার জন্য নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, আজ মহারাষ্ট্রের তরফে জোরালো দাবি তোলা হয়েছে, লোকাল ট্রেন চালানোর জন্য। মুম্বইয়ে লোকাল ট্রেনের প্রবল ভিড়ের কথা বিবেচনা করেই কেন্দ্র দ্বিধায় রয়েছে।

আরও পড়ুন: গোষ্ঠী-সংক্রমণের তত্ত্ব উড়িয়ে ভরসা কেন্দ্রের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement