National news

স্বচ্ছ বিহারের ছবিতে পাক কন্যা! বিদ্রুপের মুখে নীতীশ সরকার

কিন্তু দোষটা কার? বিহারের জামুই জেলায় স্বচ্ছ ভারত অভিযানের কোঅর্ডিনেটর সুধীর কুমারের বক্তব্য, ‘‘এটা বড় ভুল। কিন্তু ছাপাখানায় যাওয়ার আগে খোদ জেলা শাসক কৌশল কিশোর এই ছবির অনুমোদন দিয়েছিলেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ১৪:২৮
Share:

স্বচ্ছ অভিযানে পাক কন্যার ছবি।

স্বচ্ছ ভারতের ভাবনা স্কুলের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে প্রশাসনের তরফে একটি নোটবই প্রকাশ করা হয়েছিল। সেই নোটবইয়ে ছিল এক শিশু কন্যার মুখ।বিহারের জামুই জেলায় স্বচ্ছ অভিযানের কথা বলা হয়েছে সেখানে। কিন্তু, জানা গেল সেই মেয়ে ভারতের নয়। তার মুলুক পাকিস্তানে। এই ছবি প্রকাশ্যে আসতেই নীতীশ সরকারের উপর ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা। খোঁচা দেওয়া প্রশ্নে বলা হচ্ছে,‘‘দেশে কি কন্যা কম পড়েছে? নইলে দেশের প্রচারে কেন পাকিস্তানের মেয়ের ছবি?’’

Advertisement

কতই বা হবে বয়স? মেরেকেটে পাঁচ। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট সেই মেয়ে পাকিস্তানের পতাকার ছবি আঁকছে। বিহারের জামুই জেলায় ‘স্বচ্ছ অভিযান’-এর প্রচারে সেই ছবি যেমন ব্যবহার করা হয়েছে। নীচে জ্বল-জ্বলে হরফে লেখা, ‘‘স্বচ্ছ জামুই, স্বাস্থ্য জামুই।’’ সেই ছবি সম্বলিত হাজার পাঁচেক নোটবুক স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার পর শেষমেশ তা প্রশাসনের নজরে আসে। শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা এবং ব্যাপক হইচই।

কিন্তু দোষটা কার? বিহারের জামুই জেলায় স্বচ্ছ ভারত অভিযানের কোঅর্ডিনেটর সুধীর কুমারের বক্তব্য, ‘‘এটা বড় ভুল। কিন্তু ছাপাখানায় যাওয়ার আগে খোদ জেলা শাসক কৌশল কিশোর এই ছবির অনুমোদন দিয়েছিলেন।’’

Advertisement

আরও পড়ুন: কর্নাটকে বিজেপির ‘শহিদ’ ইন্টারভিউ দিলেন সংবাদমাধ্যমে!

আরও পড়ুন: তিন তালাক, বিবেচনায় অধ্যাদেশও

জানা গিয়েছে, পাকিস্তানে শিক্ষার প্রসার নিয়ে অভিযানে এই ছবি ব্যবহার করেছিল ইউনিসেফ।কিন্তু কথা হল, এমন সংবেদনশীল বিষয়টি সব্বার চোখ এড়িয়ে ছাপা হল কী করে? একটা অংশের মতে, ওই নোটবুকে ব্যবহারের জন্য ইন্টারনেট থেকে হয়তো ছবি নেওয়া হয়েছিল। কিন্তু, কিসের ছবি, কোথা থেকে নেওয়া হচ্ছে, সে সব খতিয়ে না দেখাতেই এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিহার প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন