National News

ডিব্রুগড়ে পাইপলাইনে বিস্ফোরণ, আলফার দাবি ওড়ালো পুলিশ

প্রধানমন্ত্রীর সফরের আগের দিনেই ডিব্রুগড়ে তেলের পাইপলাইনে বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে উদ্ধার হল এক ব্যক্তির দগ্ধ দেহ। পুলিশের দাবি তেল চুরি করতে গিয়েই এই ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ২০:৪৮
Share:

—নিজস্ব চিত্র।

প্রধানমন্ত্রীর সফরের আগের দিনেই ডিব্রুগড়ে তেলের পাইপলাইনে বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে উদ্ধার হল এক ব্যক্তির দগ্ধ দেহ। পুলিশের দাবি তেল চুরি করতে গিয়েই এই ঘটনা। কিন্তু আলফা স্বাধীন বিস্ফোরণের ‘কৃতিত্ব’ দাবি করে। পুলিশ জানায় আজ ভোরে ডিকমের অলিমুর এলাকায় বিরাট শব্দ শুনে গ্রামবাসীরা এসে দেখেন পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে। ছিটকে পড়ে আছে এক ব্যক্তির দগ্ধ, ক্ষতবিক্ষত দেহ। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার করে। জানায়, সম্ভবত তেল চুরি করতে গিয়েই বিস্ফোরণ ঘটেছে। এমন ঘটনা আগেও একাধিকবার হয়েছে। কিন্তু পরে আলফা স্বাধীনের মুখপাত্র পরিচয় দিয়ে এক ব্যক্তি বিভিন্ন সংবাদমাধ্যমে ফোন করে। দাবি করে ওই পাইপলাইনে তারা বোম রেখেছিল।

Advertisement

আরও পড়ুন: মোদীর সঙ্গে বৈঠকে বকেয়া টাকা আর ঋণ থেকে রেহাই চাইলেন মমতা

বিস্ফোরণে ‘শহীদ’ হয়েছে তাদের সদস্য। তার নাম কোথাও বলা হয় ববি দহোটিয়া, কোথাও আবার পলাশ অসম। অবশ্য পুলিশের দাবি, এ ভাবে মদ্যপান করে পাইপলাইন ওড়াতে এসে কোনও প্রশিক্ষিত জঙ্গি নিজেই উড়ে যাওয়ার ঘটনা বিরল। বিশেষ ডিজিপি কুল শইকিয়া বলেন, “বিস্ফোরণে জঙ্গিদের হাত থাকা বা বোমা ফাটার কোনও প্রমাণ মেলেনি।” তদন্ত চলছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন