বাজেটে অনিশ্চিত জেটলি, অর্থ ফের পীযূষেরই

সরকারি ভাবে জেটলির স্বাস্থ্য নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মঙ্গলবারই নিউ ইয়র্কের হাসপাতালে ৬৬ বছরের জেটলির অস্ত্রোপচার হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০৪:০৪
Share:

অরুণ জেটলি

অসুস্থ অরুণ জেটলির পক্ষে ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা সম্ভব হবে না বলেই মনে হয়। কার্যত তা স্পষ্ট করে দিয়ে সাময়িক ভাবে অর্থ মন্ত্রকের ভার দেওয়া হল পীযূষ গয়ালকে।

Advertisement

গত ১৩ জানুয়ারি থেকে জেটলি চিকিৎসার জন্য আমেরিকায়। আগামিকাল রাতে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু আজ রাতে রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে জেটলির অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত ভার পীযূষকে দেওয়া হচ্ছে। আগেই তাঁর হাতে রেল ও কয়লা মন্ত্রক রয়েছে। জেটলি আপাতত মন্ত্রকবিহীন মন্ত্রী হিসেবে থাকবেন।

সরকারি ভাবে জেটলির স্বাস্থ্য নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মঙ্গলবারই নিউ ইয়র্কের হাসপাতালে ৬৬ বছরের জেটলির অস্ত্রোপচার হয়। চলতি সপ্তাহেই তাঁর পায়ের নরম পেশিতে ক্যানসার চিহ্নিত করতে পরীক্ষা হয়েছিল। ডাক্তারেরা তাঁকে দু’সপ্তাহ বিশ্রামের নির্দেশ দিয়েছেন।

Advertisement

জেটলির বদলে মোদীই বাজেট পেশ করতে পারেন বলে জল্পনা ছিল। কারণ লোকসভা ভোটের দিকে তাকিয়ে মধ্যবিত্ত-চাষির জন্য উপহার ঘোষণা হতে পারে। তবে আজকের পরে প্রায় স্পষ্ট, পীযূষই বাজেট পেশ করবেন জেটলির অনুপস্থিতিতে।

আরও পড়ুন: মোদীকে কুপোকাত করতে রাহুলের ব্রহ্মাস্ত্র, মোদী-যোগীর গড়ে অভিষেক প্রিয়ঙ্কার

জেটলি লোকসভা ভোটের প্রচার কমিটিরও দায়িত্বে রয়েছেন। সূত্রের খবর, বিদেশ যাওয়ার আগে জেটলি মোদীকে বলেছিলেন, ভোটের মুখে আর তিনি চিকিৎসার সময় পাবেন না। তাই এই সময়টাই বেছে নিতে হচ্ছে। নিউ ইয়র্কে বসেও গত কয়েক দিনে ব্লগ লিখে নিয়মিত রাহুল গাঁধী তথা কংগ্রেসকে নিশানা করেছেন জেটলি। আজও সকালে টুইট করে নেতাজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

গত বছরই মে মাসে জেটলির কিডনি প্রতিস্থাপন হয়। সেই সময়েও তিনি তিন মাসের বেশি সময় কাজের বাইরে ছিলেন। তখনও অর্থ মন্ত্রকের ভার সামলাতে বলা হয়েছিল পীযূষকে। কিডনি প্রতিস্থাপন হওয়ার পরে এত দ্রুত অস্ত্রোপচারে সমস্যা হবে কি না, তা নিয়ে বিজেপি নেতারা চিন্তায় রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন