‘সিপিএম কখনওই ধর্ম বা আধ্যাত্মিকতাকে সম্মান করেনি’ শবরীমালা নিয়ে তোপ মোদীর

খাতায়-কলমে সরকারি প্রকল্প উদ্বোধনের মঞ্চ। কিন্তু একই দিনে ওড়িশা এবং কেরলের সেই দু’টি মঞ্চকে লোকসভা ভোটের প্রচারসভা করে তুললেন নরেন্দ্র মোদী। 

Advertisement
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ০২:৪০
Share:

জনসভায় প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই।

খাতায়-কলমে সরকারি প্রকল্প উদ্বোধনের মঞ্চ। কিন্তু একই দিনে ওড়িশা এবং কেরলের সেই দু’টি মঞ্চকে লোকসভা ভোটের প্রচারসভা করে তুললেন নরেন্দ্র মোদী।

Advertisement

ওড়িশায় প্রধানমন্ত্রী দাবি করলেন, দুর্নীতি বন্ধ হয়ে যাচ্ছে বলেই দেশের ‘চৌকিদার’-কে সরাতে একজোট হয়েছে কিছু লোক। আর কেরলে গিয়ে সুপ্রিম কোর্টের শবরীমালা-রায় কার্যকর করা নিয়ে আক্রমণ করলেন শাসক সিপিএমকে। বললেন, ‘‘সিপিএম কখনওই ধর্ম বা আধ্যাত্মিকতাকে সম্মান করেনি। কিন্তু কেউ ভাবেনি, ব্যাপারটা এত লজ্জাজনক হবে।’’

সুপ্রিম কোর্ট শবরীমালা মন্দিরে ঋতুযোগ্য মহিলাদের প্রবেশাধিকার দেওয়ার পরে এই প্রথম কেরলে গিয়েছেন মোদী। কোর্টের রায় কার্যকর করতে কড়া প্রশাসনিক বন্দোবস্ত করেছে পিনারাই বিজয়ন সরকার। আর সরকারের তৎপরতার বিরোধিতায় রাজ্যে হিংসা ছড়ানোর অভিযোগে নাম জড়িয়েছে বিজেপির। কোল্লমের সভায় মোদী আজ বুঝিয়েছেন, তিনি কেরল বিজেপির পাশে। বলেছেন, ‘‘শবরীমালা নিয়ে সিপিএম সরকার যা করল, তা ক্ষমতাসীন যে কোনও সরকারের সব চেয়ে লজ্জাজনক কাজ হিসেবে ইতিহাসে থেকে যাবে।’’ ঘটনাচক্রে এ দিনই কেরল হাইকোর্টে রাজ্য সরকার জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের রায় কার্যকর করছে মাত্র। তাদের কোনও গোপন কর্মসূচি নেই। মোদী অবশ্য কেরলের কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটকেও একহাত নিয়ে বলেছেন, ‘‘বিরোধীরাও তথৈবচ। কংগ্রেসের অবস্থানের কোনও স্থিরতা নেই।’’

Advertisement

আরও পড়ুন: অর্ধেক দামে উন্নত রাফাল ফ্রান্সকে! খবর নিয়ে তরজা

এর আগে ওড়িশার বলাঙ্গিরের সভায় ছত্রে ছত্রে কংগ্রেস আর বিরোধী জোটকেই আক্রমণ শানিয়েছেন মোদী। বলেছেন, ‘‘গত সরকারের আমলে দালালেরা জনগণের টাকা লুট করত। আমরা ছয় কোটি ভুয়ো রেশন কার্ড, ভুয়ো পেনশন, এলপিজি সংযোগ ধরে ফেলেছি। ফলে প্রায় ৯০ হাজার কোটি টাকা বাঁচানো গিয়েছে। কিছু লোকের বেআইনি কাজকর্মে ঘা পড়েছে বলেই তারা দেশের চৌকিদারকে সরাতে একজোট হয়েছে। আমার নামে মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে। পকেটে টান পড়লে রাগ হওয়া স্বাভাবিক।’’

সরাসরি রাফাল বিতর্কের উল্লেখ করেননি মোদী। তবে ইঙ্গিত সে দিকেই। রাফাল চুক্তি নিয়ে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলেছেন রাহুল গাঁধী। আর মোদীর কথায়, ‘‘জগন্নাথদেবের ভূমি থেকে বলে যাচ্ছি, যারা জনতার টাকা কেড়ে নেয়, তাদের তাদের শাস্তি না-হওয়া পর্যন্ত থামব না।’’ প্রসঙ্গত, ওড়িশায় ভোট হওয়ার কথা লোকসভার সঙ্গেই। নবীন পট্টনায়ক কংগ্রেস-বিজেপির সঙ্গে সমদূরত্বের কথা বলার পরে আজ তাঁর সরকারকেও বিঁধেছেন মোদী।

নরম হিন্দুত্বের তাসও খেলেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের পূর্ববর্তী সরকার ‘সুলতানদের’ মতো ভারতের ঐতিহ্যকে অবহেলা করেছে বলে অভিযোগ তুলে মোদী দাবি করেছেন, তাঁরা প্রাচীন পরিচিতি ও আধুনিকতার মেলবন্ধন ঘটাচ্ছেন। বিদেশ থেকে ফিরিয়ে আনছেন লুট হওয়া পুরাতাত্ত্বিক সম্পদ। ঘটা করে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা নিয়ে বিরোধী কটাক্ষেরও জবাব দিয়েছেন তিনি, যুক্তি দিয়েছেন গরিব উচ্চবর্ণের সংরক্ষণের প্রশ্নে।

আজ বিমানে ছত্তীসগঢ়ের রায়পুরে নেমে হেলিকপ্টারে বলাঙ্গিরে যান প্রধানমন্ত্রী। দেখা হয় মাওবাদী হামলায় নিহত দূরদর্শনের চিত্রসাংবাদিক অচ্যুতানন্দন সাহুর পরিবারের সঙ্গে। ওড়িশায় ১৫৫০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন মোদী। তার মধ্যে রেলেরই ছ’টি প্রকল্প। তবে তাঁর কেরল সফর নিয়ে চর্চা চলছে টুইটারে। এক জন লিখেছেন, ‘‘১৩ কিলোমিটারের বাইপাস উদ্বোধন করতে সাড়ে ৩ হাজার কিলোমিটার আসতে

হল প্রধানমন্ত্রীকে!’’

সংবাদ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন