Narendra Modi

দুর্বল ছাত্রদের নবম শ্রেণিতে ফেল করায় আপ সরকার, অভিযোগ মোদীর

সোমবার নয়াদিল্লির আরকে পুরমে নির্বাচনী প্রচারের শেষ পর্বে আপ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার হালহকিকত নিয়ে প্রশ্ন তোলেন মোদী। তাঁর অভিযোগ, যে সব ছাত্রেরা দশম শ্রেণির পরীক্ষায় নিশ্চিত ভাবে পাশ করবে, কেবল মাত্র তাদেরকেই নবম শ্রেণি থেকে দশমে পাঠানো হয়, যাতে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬
Share:

(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল। নরেন্দ্র মোদী (ডান দিকে)। — ফাইল চিত্র।

দুর্বল ছাত্রদের নিজেকে প্রমাণ করার সুযোগ দেয় না আম আদমি পার্টি! আসন্ন দিল্লি ভোটের আগে সোমবার আপের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, যে সব ছাত্রেরা দশম শ্রেণির পরীক্ষায় নিশ্চিত ভাবে পাশ করবে, কেবল মাত্র তাদেরকেই নবম শ্রেণি থেকে দশমে পাঠানো হয়, যাতে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে।

Advertisement

সোমবার নয়াদিল্লির আরকে পুরমে নির্বাচনী প্রচারের শেষ পর্বে আপ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার হালহকিকত নিয়ে প্রশ্ন তোলেন মোদী। সেখানেই শিক্ষার্থীদের সঙ্গে একটি কথোপকথনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দশমের পরীক্ষায় শিক্ষার্থীরা অকৃতকার্য হলে আপ সরকারের খ্যাতি নষ্ট হবে। তাই নবম শ্রেণির পর দুর্বল পড়ুয়াদের দশম শ্রেণিতে পাঠানো হয় না।’’ এর পরেই মোদীর আশ্বাস, বসন্ত পঞ্চমীর সঙ্গে সঙ্গে দিল্লিতেও ‘উন্নয়নের নতুন বসন্ত’ আসতে চলেছে! তাঁর কথায়, ‘‘দিল্লির মানুষের ১১ বছর নষ্ট করেছে আপ-দ সরকার। আমাদের একটা সুযোগ দিন, দিল্লিতে এমন সরকার আসবে যা প্রতিটি দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জীবনকে সমৃদ্ধ করবে।’’ যদিও আপের দাবি, গত ১০ বছরেরও বেশি সময় ধরে রাজধানীতে বিশ্বমানের বেশ কয়েকটি স্কুল তৈরি করেছে আপ। শুধু তাই নয়, সরকারি স্কুলগুলিতেও শিক্ষার মান উন্নত হয়েছে।

সোমবার মোদীর আরও আশ্বাস, ক্ষমতায় এলে অটোচালক এবং গৃহপরিচারকদের জন্য একটি কল্যাণ বোর্ড গড়া হবে, যাতে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা পাবেন তাঁরা। দিল্লির একটিও বস্তি ভাঙা হবে না, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন মোদী।

Advertisement

উল্লেখ্য, বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। সেই মতো সোমবার সন্ধ্যা ৫টায় শেষ হবে প্রচারের পালা। সেখানে প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আপ, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস। তবে মূল লড়াই আপ এবং বিজেপির মধ্যেই সীমাবদ্ধ বলে বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিত। সেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশের মদতে বিজেপি গুন্ডামি চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে আপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement