Narendra Modi

বিহারে পরীক্ষা দেবেন ধোনি, মোদী! অ্যাডমিট কার্ডের ছবি দেখে চক্ষু চড়কগাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

পরীক্ষার্থীদের অনলাইনে অ্যাডমিট কার্ডের আবেদনপত্র পূরণ করতে বলেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্ত আবেদনপত্র জমা পড়লে তাতে অনুমোদন দিতে গিয়ে তাঁরা আবেদনকারীদের ছবি দেখে চমকে যান।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৪
Share:

মিথিলার ওই বিশ্ববিদ্যালয়ের সদর দফতর। দ্বারভাঙায়। ফাইল চিত্র।

বিএ তৃতীয় বর্ষের পরীক্ষায় বসতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! অবশ্য তিনি একা নন, তাঁর মতো ওই একই পরীক্ষায় বসার অনুমতি চেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিও!

Advertisement

বিহারের এক বিশ্ববিদ্যালয়ে বিএ তৃতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতি চলছে। তার জন্য পরীক্ষার্থীদের অনলাইনে অ্যাডমিট কার্ডের আবেদনপত্র পূরণ করতে বলেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্ত আবেদনপত্র জমা পড়লে তাতে অনুমোদন দিতে গিয়ে তাঁরা আবেদনকারীদের ছবি দেখে চমকে যান। কারণ পরীক্ষার হলে ঢোকার অনুমতি পত্রে পরীক্ষার্থীদের ছবির জায়গায় জ্বলজ্বল করছে মোদী, ধোনির ছবি। এমনকি, রাজ্যের রাজ্যপাল ফাগু চৌহানেরও ছবি রয়েছে একটি আবেদনপত্রে। ঘটনাটি কিছু পরীক্ষার্থীদেরই কুকীর্তি অনুমান করে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছে।

নেটমাধ্যমেই প্রথম নজরে পড়ে ছাত্রদের ওই কাণ্ড। প্রাথমিক তদন্তে ওই ছাত্রদের নামও জানতে পেরেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিহারের মধুবনী, সমস্তিপুর, বেগুসরাই জেলার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা কাণ্ডটি ঘটিয়েছেন বলে জানতে পারেন তাঁরা। প্রত্যেকটি কলেজই ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের নথিভুক্ত। যার সদর দফতর দ্বারভাঙায়। ওই বিশ্ববিদ্যালয়েরই রেজিস্ট্রার মুস্তাক আহমেদ জানিয়েছেন, এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

মুস্তাক বলেন, ‘‘পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করতে বলা হয়েছিল। যা আমাদের অ্যাডমিট কার্ড তৈরির ডেটা সেন্টারের প্রক্রিয়াকরণ করার কথা ছিল। কিন্তু কিছু পরীক্ষার্থী অনলাইনে ফর্ম পূরণের সুযোগ নিয়ে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। তাঁদের উপযুক্ত শাস্তি হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন