PM Narendra Modi

PM Narendra Modi: উপলক্ষ সন্ত রবিদাসের জন্মদিন, ঝুমঝুমি বাজিয়ে কীর্তনে মাতলেন মোদী

বুধবার সকালে করোল বাগ যাওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, তাঁর সরকার কী ভাবে সন্ত রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তিনি বিশ্রাম ধামে যাচ্ছেন, সে কথাও টুইটে লেখেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৩
Share:

ভক্তদের সঙ্গে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনে যোগ দেন মোদী।

সন্ত রবিদাস জয়ন্তীতে প্রার্থনায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ ফেব্রুয়ারি, বুধবার তিনি রাজধানী দিল্লির করোল বাগের শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা ও কীর্তনে অংশ নেন।

শুধু প্রার্থনায় অংশ নেওয়াই নয়, ভক্তদের সঙ্গে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনেও যোগ দেন মোদী। বুঝিয়ে দেন ছন্দ ছন্দে কী ভাবে বাজাতে হবে তা। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে একটি সবুজ রঙের ঝুমঝুমি নিজে খানিক ক্ষণ বাজালেন মোদী। তার পর বাকিদের বুঝিয়ে দিলেন কী ভাবে ছন্দে ছন্দে তা বাজবে। এর পরই মোদীর বাজনার তালে তালে কীর্তন চলতে থাকে।

Advertisement

এ দিন সকালে করোল বাগ যাওয়ার আগে মোদী টুইট করে জানান, তাঁর সরকার কী ভাবে সন্ত রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তিনি বিশ্রাম ধামে যাচ্ছেন, সে কথাও টুইটে লেখেন।

প্রসঙ্গত, পঞ্জাবে বিধানসভা ভোট ২০ ফেব্রুয়ারি। প্রথমে ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু শিখ গুরু সন্ত রবিদাস জয়ন্তী উপলক্ষে তা পিছিয়ে ২০ তারিখ করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন