Delhi Election Results 2025

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বার রাজধানী জয় মোদীর! জিতেই ‘গ্যারান্টি’ দিলেন দিল্লিবাসীকে

২০১৪ সালে লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী। তার পর দু’বার দিল্লির বিধানসভা নির্বাচনে হারতে হয় বিজেপিকে। তবে ২০২৫ সালে রাজধানীতে জয় পেল বিজেপি। প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদীই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৮
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

দিল্লিতে ভোটগণনার প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসার পর থেকেই মোটামুটি ভাবে স্পষ্ট হতে থাকে ভোটের ফল। বেলা যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়েছে আম আদমি পার্টি (আপ)। এগিয়েছে বিজেপি। দিল্লির জয় স্পষ্ট হতেই দিল্লিবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। এই জয়কে তিনি ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে উল্লেখ করেছেন।

Advertisement

সমাজমাধ্যমে পোস্ট করে মোদী দিল্লি জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পোস্টে তিনি প্রথমেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, ‘‘মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত।’’ তার পরই তিনি প্রতিশ্রুতি দেন, ‘‘দিল্লির উন্নয়নে আমরা কোনও রকম ফাঁক রাখব না। দিল্লিবাসীর জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’ ‘বিকশিত ভারত’-এর গুরুত্বপূর্ণ অংশ হবে দিল্লি, জানান মোদী। একই সঙ্গে দিল্লিতে জয়ের জন্য বিজেপি কর্মীদেরও ধন্যবাদ জানান। মোদী মনে করেন, তাঁদের কঠোর পরিশ্রম ছাড়া এই জয় সম্ভব হত না।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী। ঠিক তার পরের বছরই ছিল দিল্লির বিধানসভা নির্বাচন। তখনও দেশ জুড়ে চলছিল মোদী ঝড়। বিধানসভা ভোটে প্রচারও করেন তিনি। কিন্তু জিততে পারেনি বিজেপি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে আরও বেশি সংখ্যক আসন জিতে ক্ষমতা ধরে রাখেন মোদী। তবে ২০২০-এর দিল্লির বিধানসভা ভোটেও আপের কাছে হারতে হয় বিজেপিকে। ২০২৫ সালে পালাবদল হল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তবে এনডিএ-র অন্য সঙ্গীদের সমর্থনে তৃতীয় বার দেশে সরকার গড়েছে বিজেপি। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হন মোদী। আর ২০২৫-এ দিল্লির বিধানসভা ভোটে অরবিন্দ কেজরীওয়ালের আপ-কে হারাল বিজেপি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বার মোদী দিল্লি জয়ের স্বাদ পেলেন। দিল্লির বিধানসভা ভোটে জিতে দিল্লিবাসীকে ‘গ্যারান্টি’ দিলেন মোদী। ‘উন্নয়নের গ্যারান্টি’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement