Narendra Modi

কাল থেকে সম্পত্তি-কার্ড

মহারাষ্ট্র ছাড়া বাকি পাঁচ রাজ্যের গ্রামবাসীরা কার্ড পাবেন এক দিনের মধ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ০৫:২৭
Share:

সম্পত্তি কার্ড প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র

গ্রামীণ এলাকায় বাড়ি এবং জমির অধিকার সংক্রান্ত নথি (কার্ড) সেখানকার মানুষের হাতে তুলে দেওয়ার প্রকল্পের সূচনা রবিবার করবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পরে ওই দিন ৬টি রাজ্যের (উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও কর্নাটক) ৭৬৩টি জেলার অন্তত এক লক্ষ মানুষকে পাঠানো হবে এসএমএস লিঙ্ক। যার মাধ্যমে চাইলে মোবাইলেই ওই কার্ড ডাউনলোড করতে পারবেন তাঁরা।

Advertisement

মহারাষ্ট্র ছাড়া বাকি পাঁচ রাজ্যের গ্রামবাসীরা কার্ড পাবেন এক দিনের মধ্যে। তাঁদের হাতে তা তুলে দেবে সংশ্লিষ্ট রাজ্য। শুধু মহারাষ্ট্র সামান্য কিছু টাকার বিনিময়ে ওই কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সময় লাগতে পারে এক সপ্তাহ পর্যন্ত। কেন্দ্রের দাবি, ২০২৪ সালের মধ্যে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে সারা দেশের ৬.৬২ লক্ষ গ্রামে।

গত ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতিরাজ দিবসে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মোদী। সেই সূত্রেই সার্ভে অব ইন্ডিয়ার সঙ্গে সমঝোতা পত্র সই করেছিল ওই ছয় রাজ্য। লক্ষ্য, ড্রোনের মতো উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রত্যেকের সম্পত্তির সীমানা সুনির্দিষ্ট করা এবং সেই অনুযায়ী তৈরি কার্ড গ্রামের মানুষের হাতে তুলে দেওয়া। ছয় রাজ্যে এই সম্পত্তি-কার্ডের নাম এবং চেহারা আলাদা। কিন্তু কেন্দ্রের দাবি, সম্পত্তির সীমানা ও তার বিবরণ এমন সুনির্দিষ্ট হলে, তাকে আর্থিক প্রয়োজনে ব্যবহারে সুবিধা মিলবে। তা সে ওই সম্পত্তি বন্ধক রেখে ধার নেওয়াই হোক,বা বিক্রি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন