Narendra Modi

দিল্লি যখন ভোট দিচ্ছে, তখন মোদী মহাকুম্ভস্নানে! সঙ্গমঘাটে ডুব, যোগীর সঙ্গে মাঝগঙ্গায় নৌকাবিহারেও

প্রয়াগরাজের মহাকুম্ভে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডুবও দিলেন সঙ্গমঘাটে। তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকাবিহারও করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫১
Share:

প্রয়াগরাজের সঙ্গমঘাটে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ভিডিয়ো।

দিল্লিতে ভোটের দিনেই প্রয়াগরাজের মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডুবও দিলেন সঙ্গমঘাটে। প্রধানমন্ত্রীর পরনে ছিল গাঢ় গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাকপ্যান্ট। রুদ্রাক্ষের মালাও ছিল তাঁর হাতে। কুম্ভস্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকাবিহারও করলেন প্রধানমন্ত্রী।

Advertisement

সঙ্গমঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ফেসবুক।

কুম্ভে প্রধানমন্ত্রীর পুণ্যস্নানের দিন ৫ ফেব্রুয়ারি, বুধবার স্থির হওয়া নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। কারণ, বুধবারই দিল্লিতে বিধানসভা ভোট। বিরোধীদের দাবি, দিল্লিতে ভোটের দিনে কুম্ভে যাওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে। হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা করতেই ভোটের দিনে কুম্ভস্নানে গিয়েছেন মোদী। কুম্ভস্নানের আগে দিল্লির ভোটারদের উদ্দেশে বার্তাও দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন এবং নিজেদের ভোট দিন।’’

পুণ্যস্নানে মোদী। ছবি: ফেসবুক।

আগেই কুম্ভে পুণ্যস্নান সেরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দু’দিন পরেই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার পরেই মহাকুম্ভের ব্যবস্থাপনায় যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ‌উঠতে শুরু করে। অভিযোগ ওঠে, উত্তরপ্রদেশ সরকার মৃতের সংখ্যা লুকোচ্ছে। তা নিয়ে গত সোমবার সংসদে বাজেট অধিবেশনে সরবও হন বিরোধীরা। সেই আবহেও মোদীর মহাকুম্ভ-সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement