PMO

PM Address to Nation: সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী, কী বার্তা? বাড়ছে জল্পনা

বৃহস্পতিবারই ১০০ কোটি টিকার মাইলফলক পার করেছে ভারত। চিনের পর দ্বিতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ০৮:২১
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

শুক্রবার সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অফিস সূ্ত্রে জানানো হয়েছে এই খবর। বৃহস্পতিবারই ১০০ কোটি করোনা টিকার মাইলফলক অতিক্রম করেছে ভারত। তার ঠিক পরদিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে কী বলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Advertisement

১০০ কোটি করোনা টিকার মাইলফলক অতিক্রম করার দিন প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন।

Advertisement

শুক্রবারের জাতির উদ্দেশে ভাষণে কী বলতে পারেন, তা নিয়ে জল্পনার পাশাপাশি একটি মহল মনে করছে, টিকাকরণে মাইলফলক ছুঁলেও করোনার বিরুদ্ধে মানুষকে সংগ্রাম জারি রাখার কথা বলতে পারেন প্রধানমন্ত্রী মোদী। মাস্কের ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য করোনা বিধির যথাযথ পালনের কথা আরও এক বার মনে করিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন