National News

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে প্যালেস্তাইন যাচ্ছেন মোদী

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আগামী মাসেই প্যালেস্তাইন সফর করবেন নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আগামী ৯ থেকে ১২ফেব্রুয়ারি প্যালেস্তাইন, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান সফর করবেন মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০০:৪৯
Share:

প্যালেস্তাইন সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি:পিটিআই।

এক দিকে ইজরায়েল, অন্য দিকে প্যালেস্তাইন। দীর্ঘ কাল ধরে বিবদমান দুই দেশের সঙ্গে আলাদা আলাদা সম্পর্কের ভারসাম্য রেখেই যে এগোতে চায় নয়াদিল্লি, তা স্পষ্ট হল আবার। আগামী মাসেই প্যালেস্তাইন সফর করবেন নরেন্দ্র মোদী। এবং তিনিই হতে যাচ্ছেন প্যালেস্তাইন সফরে যাওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী।

Advertisement

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি প্যালেস্তাইন, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান সফর করবেন মোদী। আগামী ১০ ফেব্রুয়ারি প্যালেস্তাইনের রামাল্লায় যাবেন তিনি। গত বছরই ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর, গত সপ্তাহেই ভারতে এসেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু

গত বছরই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফরে গিয়েছিলেন মোদী। তার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন প্যালেস্তাইনে। স্বাভাবিক ভাবেই এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Advertisement

গত বছর ইজরায়েল সফরে গেলেও প্যালেস্তাইনের পথ মাড়াননি মোদী। সে সময় প্রশ্ন উঠেছিল, ইজরায়েলের সঙ্গে নতুন সম্পর্কের রসায়ন গড়তেই কি প্যালেস্তাইনকে এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী? প্যালেস্তাইন সেন্টার পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের ডিরেক্টর খালিল শিকাকি প্রশ্ন তুলেছিলেন, ১৯৪৮ সালে দেশভাগের পর থেকে প্যালেস্তাইনকে বন্ধু হিসেবে আলিঙ্গন করে ভারত। ’৭৪-এ প্যালেস্তাইনকে জোট নিরপেক্ষ আন্দোলনের অংশীদার করতেও সাহায্য করে ভারত। এর মধ্যে দিয়ে কার্যত আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতিও দেওয়া হয় প্যালেস্তাইনকে। তা হলে এখন এত বৈষম্য কেন? মন্তব্য খালিলের। তাঁর কথায়, ‘‘প্রতিরক্ষা এবং বাণিজ্যের স্বার্থে ভারতের প্রধানমন্ত্রী মনে হয় পশ্চিমের সঙ্গেই সম্পর্ক স্থাপনে বেশি উৎসাহী। এখন তো মনে হচ্ছে ভারতের কাছ থেকে সাহায্য পাওয়ার আর কোনও আশাই নেই প্যালেস্তাইনের।’’

আরও পড়ুন:

উনি চকোলেট খেতে চাইতেই পারেন, কিন্তু...

নিজস্বী নেবেন? তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদীই

জেরুসালেম প্রশ্নে অবশ্য রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবে ইজরায়েলের বিপক্ষেই ভোট দিয়েছে ভারত। প্যালেস্তাইনের সঙ্গে জেরুসালেম নিয়ে লড়াইয়ে ভারত যে ইজরায়েলের বিপক্ষে তা স্পষ্ট করার পরেও নেতানইয়াহুর সফরে তার কোনও প্রভাব পড়েনি। এ বার প্যালেস্তাইন সফরে গিয়ে ভারতের অবস্থান আরও স্পষ্ট করতে চলেছেন নরেন্দ্র মোদী।

প্যালেস্তাইন ছাড়াও দুবাইয়ে ‘সিক্সথ ওয়ার্ল্ড গর্ভনমেন্ট সামিট’-এ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত মোদী। সরকারি সূত্রে খবর, দু’দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হবে। আমিরশাহি এবং ওমানে অনাবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন