Narendra Modi

‘অন্যায়ের প্রতিশোধ নেওয়ার সাহস জুগিয়েছেন রাম’! মোদীর খোলা চিঠিতে সিঁদুর অভিযান থেকে মাওবাদী দমনের সাফল্য

সম্প্রতি নয়া হারে দেশ জুড়ে জিএসটি চালু করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পর্বকে ‘জিএসটি সাশ্রয় উৎসব’ বলে অভিহিত করেছেন। দীপাবলির চিঠিতেও সেই উৎসবের কথা উল্লেখ করেছেন মোদী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১২:৫১
Share:

দীপাবলিতে শুভেচ্ছো জানিয়ে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দীপাবলি উপলক্ষে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই চিঠিতে তিনি যেমন তুলে ধরেছেন ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ, তেমনই মাওবাদী দমন থেকে শুরু করে দেশীয় জিনিসপত্রের চাহিদা নিয়েও লিখলেন। সিঁদুর অভিযান নিয়ে বলতে গিয়ে তিনি ভগবান রামের তুলনাও টেনেছেন।

Advertisement

দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শুরু করেন মোদী। অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এটা দ্বিতীয় দীপাবলি। সেই কথা স্মরণ করে মোদী লেখেন, ‘‘অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সাহস জোগান ভগবান রাম। তারই জীবন্ত উদাহরণ পেয়েছি সিঁদুর অভিযানের সময়। ভারত সে সময় অন্যায়ের প্রতিশোধ নিয়েছে।’’

এ বছরের দীপাবলি কেন ‘বিশেষ’, তার ব্যাখ্যাও চিঠিতে জানিয়েছেন মোদী। তাঁর কথায়, ‘‘এ বার দেশের বিভিন্ন জেলার বহু প্রত্যন্ত এলাকায় দীপাবলি পালন হচ্ছে। ওই সব এলাকায় মাওবাদকে গোড়া থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা অনেককে সহিংসতার পথ থেকে সরিয়ে এনে জীবনের মূলস্রোতে ফেরানোয় সাফল্য পেয়েছি। তাঁরা আমাদের দেশের সংবিধানের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এটা গোটা দেশের জন্য বড় পাওনা।’’

Advertisement

সম্প্রতি নয়া হারে দেশ জুড়ে জিএসটি চালু করেছে কেন্দ্র। মোদী এই পর্বকে ‘জিএসটি সাশ্রয় উৎসব’ বলে অভিহিত করেছেন। দীপাবলির চিঠিতেও সেই উৎসবের কথা উল্লেখ করেছেন মোদী। তিনি জানান, দেশবাসী উৎসবের মরসুমে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন। শুধু তা-ই নয়, বিশ্বে একাধিক সঙ্কটের মধ্যেও ভারত নিজেকে ‘স্থিতিশীল এবং সংবেদনশীল’ হিসাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। মোদীর দাবি, ‘‘আমরা অদূর ভবিষ্যতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগোচ্ছি।’’

মোদীর কথায়, ‘বিকশিত’ এবং ‘আত্মনির্ভর ভারত’-এর যাত্রাপথে প্রতিটি দেশবাসীর প্রাথমিক দায়িত্ব দেশের প্রতি নিজেদের কর্তব্য পালন করা। সেই পথকে আরও সুগম করতে দেশীয় পণ্য গ্রহণ করার ব্যাপারেও ভারতবাসীর আরও উৎসাহী হওয়ার প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর আহ্বান, ‘‘আসুন, আমরা সকল ভাষাকে সম্মান করি। স্বাস্থ্যকে অগ্রাধিকার দিই। বজায় রাখি পরিষ্কার-পরিচ্ছন্নতাকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement