Pobitora Wildlife Sanctuary

খুলল পবিতরা অভয়ারণ্য

খোলার আগে পবিতরার মূল প্রবেশদ্বারটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। সাজানো হয়েছে হাদুক সেতুও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০৫:১৩
Share:

প্রতীকী চিত্র।

পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হল পবিতরা অভয়ারণ্য। করোনার দরুন গত সাত মাস পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল এখানে। মঙ্গলবার হাতির পিঠে চড়ে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পবিতরা ঘুরে দেখেন। ঘোষণা করেন, যে কোনও পর্যটক এখন এই অভয়ারণ্যে আসতে পারবেন। তবে সবাইকে করোনা বিধি মানতে হবে। এ দিন তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা ও পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান জয়ন্তমল্ল বরুয়া।

Advertisement

খোলার আগে পবিতরার মূল প্রবেশদ্বারটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। সাজানো হয়েছে হাদুক সেতুও। পবিতরার ভেতরে ঝুলন্ত সেতুটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ব্রহ্মপুত্রের দক্ষিণ পারে গুয়াহাটি থেকে ৫৫ কিমি দূরে অবস্থিত পবিতরা।

এর ১৬ কিলোমিটার এলাকা জুড়ে শতাধিক একশৃঙ্গ গন্ডারের বাস। আছে হাজার দুই বুনো মোষ ও হরিণ। রয়েছে অসংখ্য পাখিও। ১৯৭১-এ পবিতরাকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়। ১৯৮৭-তে হয় অভয়ারণ্য।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন