আরও বেশি হাসবেন মোদী

লোকসভায় অনাস্থা বিতর্কের সময় নিজের বক্তৃতার চার মিনিটের একটি অংশ নিজের টুইটারে দিয়ে মোদী বড়াই করেছিলেন, এনডিএ-র কাছে কী ভাবে দুই তৃতীয়াংশ সমর্থন রয়েছে। তারই জবাবে মুম্বইয়ের শিল্পী অগ্রবাল নামে এক মহিলা মোদীকে আরও বেশি হাসার পরামর্শ দেন। তিনি লেখেন, ‘‘শুধু একটিই বিষয় মোদীজি, আপনার আরও বেশি হাসা উচিত। বাকি সব ঠিক আছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ০৩:১১
Share:

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

রাহুল গাঁধীর উপদেশ কি কানে নিলেন নরেন্দ্র মোদী? প্রধানমন্ত্রী এখন আরও বেশি ‘হাসতে’ চান।

Advertisement

লোকসভায় অনাস্থা বিতর্কের সময় নিজের বক্তৃতার চার মিনিটের একটি অংশ নিজের টুইটারে দিয়ে মোদী বড়াই করেছিলেন, এনডিএ-র কাছে কী ভাবে দুই তৃতীয়াংশ সমর্থন রয়েছে। তারই জবাবে মুম্বইয়ের শিল্পী অগ্রবাল নামে এক মহিলা মোদীকে আরও বেশি হাসার পরামর্শ দেন। তিনি লেখেন, ‘‘শুধু একটিই বিষয় মোদীজি, আপনার আরও বেশি হাসা উচিত। বাকি সব ঠিক আছে।’’

প্রধানমন্ত্রী আজ সকালে বেশ কিছু ক্ষণ সময় কাটান টুইটারে। একের পর এক সাধারণ নাগরিকের টুইটের জবাব দেন। এর মধ্যেই তিনি জবাব দেওয়ার জন্য বেছে নেন শিল্পীর টুইটটি। আরও বেশি হাসার প্রস্তাবে মোদী লেখেন ‘পয়েন্ট টেকেন’। যা দেখে কংগ্রেস বলছে, এই কথাটিই তো সে দিন লোকসভায় রাহুল বোঝাতে চেয়েছিলেন। মোদীকে আলিঙ্গন করে রাহুল সে দিন বোঝাতে চেয়েছিলেন, ঘৃণা ছেড়ে ভালবাসার কথা বলুন প্রধানমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement