নাগরিকদের সঙ্গে বৈঠক পুলিশের

করিমগঞ্জে ৭ লক্ষ বাসিন্দার নিরাপত্তায় মোতায়েন মাত্র ৬০০ পুলিশকর্মী! তার মধ্যেও শতাধিক পদ শূন্য। এত স্বল্প সংখ্যক কর্মী নিয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত দূরহ কাজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৬ ০২:৪৮
Share:

করিমগঞ্জে ৭ লক্ষ বাসিন্দার নিরাপত্তায় মোতায়েন মাত্র ৬০০ পুলিশকর্মী! তার মধ্যেও শতাধিক পদ শূন্য। এত স্বল্প সংখ্যক কর্মী নিয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত দূরহ কাজ। আজ করিমগঞ্জের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে পুলিশ-নাগরিক সভায় এমনই মন্তব্য করেন দক্ষিণ অসমের আইজি অনুরাগ অগ্রবাল।

Advertisement

অসমের সব জেলায় নাগরিকদের সঙ্গে বৈঠক করতে বিভাগীয় অফিসারদের নির্দেশ দিয়েছেন রাজ্যের পুলিশ প্রধান। তারই পরিপ্রেক্ষিতে এ দিন করিমগঞ্জে ওই বৈঠক করেন জেলা পুলিশ সুপার। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ অসমের আইজি। সভায় তিনি বলেন, ‘‘জনসংখ্যা প্রতি দিন বাড়ছে। কিন্তু বাড়ছে না পুলিশকর্মীর সংখ্যা। অপরাধের রীতিও অনেকটা বদলে গিয়েছে। ফলে অনেক মামলার সুরাহা করতেও পুলিশকে সমস্যা পড়তে হচ্ছে।’’ আইজি জানান, অসম সরকার পুলিশকে আরও মজবুত করার চেষ্টা করছে। কিন্তু ওই প্রক্রিয়া সময়সাপেক্ষ। তাই বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকেই ‘পুলিশের চোখ’ হতে হবে।

সভায় পুলিশ সুপার প্রদীপরঞ্জন কর জানান, অপরাধ নিয়ন্ত্রণে সিএলজি (কমিউনিটি লিয়াজন গ্রুপ), ওমেন সেল তৈরি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement